ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর ॥ রিফাত কান্তি সেন

প্রকাশিত: ১১:৫৮, ২৮ নভেম্বর ২০১৯

আলোচিত খবর ॥ রিফাত কান্তি সেন

সঙ্গীতজ্ঞ মোবারক হোসেন খানের বিদায়... শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আয়েত আলী খানকে সকলেরই চেনা। বিখ্যাত সব গান ভক্তদের উপহার দিয়ে গণমানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তারই পুত্র মোবারক হোসেন ও বাবার পথেই হেঁটেছেন। মানুষের ভালবাসা পেয়েছেন। গত রবিবার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। তাঁর মেয়ে অধ্যাপক রিনাত ফৌজিয়া খান বিষয়টি নিশ্চিত করেন। ২৭ ফেব্রুয়ারি ১৯৩৮ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মোবারক খানের চাচা উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতাজ্ঞ। বাংলাদেশ বেতারে অনুষ্ঠান প্রযোজক হিসাবে মোবারক হোসেন খানের কর্মজীবন শুরু হয় ১৯৬২ সালের ২০ অক্টোবর। তিনি ১৯৮৬ সালে একুশে পদক পেয়েছেন। ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার, ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এবার ক্যাটের বিয়ের খবর ফাঁস! ক্যাটরিনা কাইফ। বলিউডের আবেদনময়ী লাস্যময়ী বালিকা। অসাধারণ ফিটনেসের কারণে যে কেউ, যে কোন সময়ই প্রেমে পড়বে এটাই স্বাভাবিক। বলিউডে গুঞ্জন ছিল তিনি নাকি বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে প্রেমে লিপ্ত। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরই নাকি সালমান খানের প্রেমে হাবুডুবু খেতে থাকেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যেও দেখা গেছে বিশাল আগ্রহ। তবে এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় মিডিয়া বলছে সালমান খান নয়, ক্যাট বিয়ে করতে যাচ্ছেন ভিকি কৌশলকে। নতুন বছরে ভিকি কৌশলকে দেখা যাবে ক্যাটের সঙ্গে জুটি বাঁধতে। সাত পাকে বাঁধা পড়বে দু’জনায়। তবে কবে কোথায় বিয়ে হবে সে বিষয়ে কিছুই বলতে পারছে না ভারতীয় মিডিয়া। কুমার শানুর গান বিদেশিনীর গলায় ভাইরাল... বর্তমানে ভাইরাল হওয়াটা তেমন কোন ব্যাপারই নয়। রাতারাতি ভাইরাল হওয়াটা এখন সময়ের ব্যাপার। যদি বড় উদাহরণ দেই তবে তো বলতেই হয় রানাঘাটের সে রানু মন্ডলের কথা। এবার ভাইরাল হলেন- বিদেশী এক সঙ্গীতশিল্পী। নাম তার ভেৎলানা আগরওয়াল। বেলারুসের এ নাগরিক কুমার শানুর ‘ধীরে ধীরে সে জিন্দেগি ম্যায় আনা’ গানটি গেয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া রাহুল রায়ের ‘আশিকী’ সিনেমার বিখ্যাত গান ‘ধীরে ধীরে সে জিন্দেগি ম্যায় আনা’ গানটিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কুমার শানুর সুপারহিট এ গানটিই এখন ভেৎলানা আগরওয়ালের কণ্ঠে দুনিয়া কাঁপাচ্ছে।
×