ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় ॥ প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৬, ২৬ নভেম্বর ২০১৯

ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় ॥ প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলায় অবস্থিত সরকারী মীর ইসমাইল হোসেন কলেজে স্পেশাল ক্লাস ও চতুর্থ বর্ষ অনার্স বিভাগে ফরম ফিলাপের নামে অতিরিক্ত অর্থ আদায়ে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দু’শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বটতলা চত্বরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন রায়, কলেজ শিক্ষার্থী বাবলু, আলামিন, শুভ, রিয়াদ, রাকিব, রিফাত, জিয়াদ প্রমুখ। উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য নির্ধারিত ৩৫০ টাকার জায়গায় কলেজ কর্তৃপক্ষ স্পেশাল ক্লাসের নামে বাড়তি আরও ৫০০ টাকা করে আদায় করেন। এছাড়াও চতুর্থ বর্ষ অনার্স বিভাগে ৬টি সাবজেক্টে প্রতি শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭০০ টাকা সরকারীভাবে নির্ধারণ করা হলেও এই কলেজ কর্তৃপক্ষ নিয়মনীতি উপেক্ষা করে বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থী প্রতি ৫ হাজার ৮০০ টাকা করে আদায় করছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করে।এই উদ্ভূত পরিস্থিতিতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন ঘটনাস্থলে গিয়ে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন।
×