ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিটিসিএল-রবির কানেক্টিভিটি প্রকল্প বাস্তবায়ন

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ নভেম্বর ২০১৯

  বিটিসিএল-রবির কানেক্টিভিটি প্রকল্প বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও রবি যৌথভাবে প্রথম পর্যায়ে দেশব্যাপী ৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটির একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এই ক্যাবলের মাধ্যমে উন্নতমানের ৪ দশমিক ৫জি ডেটা সেবা দেয়া সম্ভব হবে। ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি ব্যবহারে বিটিসিএল ও রবি ২০১৭ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। দুই বছরের কম সময়ের মধ্যে ফাইবার অপটিক কানেক্টিভিটি তৈরির কাজ শেষ করেছে। রবিবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে বিটিসিএলের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেক কেটে ক্যাবলের উদ্বোধন করেন।
×