ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:৫০, ২৪ নভেম্বর ২০১৯

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শনিবার নির্মাণাধীন এক ভবনের ৯তলা লিফট থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। তার নাম সোহেল রানা (৩০)। সে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর থানার যশৈল এলাকার গাজীর উদ্দিনের ছেলে। কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় কারখানার জন্য একটি শিল্প প্রতিষ্ঠান কাউস কমার্শিয়াল টাওয়ার নামের ১০তলা একটি ভবন নির্মাণ করছে। নির্মাণাধীন ওই ভবনে অন্য শ্রমিকদের সঙ্গে শনিবার কাজ করছিল সোহেল রানা। কাজ করার সময় সকালে সে নির্মাণ সামগ্রী বহনের জন্য ভবনের বাহিরের দিকে অস্থায়ীভাবে স্থাপিত লিফটের সাহায্যে ওই ভবনের ৯তলায় উঠে। এ সময় ভবনের সঙ্গে ধাক্কা লেগে লিফটের ঝাকুনিতে হঠাৎ তার হাত থেকে মোবাইল পড়ে যায়। বোয়ালমারীতে সরকারী রাস্তার গাছ বিক্রি সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৩ নবেম্বর ॥ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রাম থেকে সরকারী রাস্তার গাছ বিক্রির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থক বাবলু খালাসীর বিরুদ্ধে। ওই গাছ কাটতে গেলে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের নির্দেশে বাধা দেয় পুলিশ। গাছ ব্যবসায়ী ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামের মজিবর শেখ ও ঘোষপুর ইউনিয়নের গোহাইল বাড়ি গ্রামের বাচ্চু শেখ জানান, গৌরিপুর সরকারী বিদ্যালয়ের পাশের সরকারী কাঁচা রাস্তার পাশ থেকে ২টি রেন্ট্রি গাছ গৌরিপুর গ্রামের বাবলু খালাসীর নিকট থেকে ২২ হাজার টাকা দিয়ে কিনেছি। ওই গাছ শনিবার সকালে কাটতে গেলে পুলিশ বাধা দেয়। এ বিষয়ে বাবলু খালাসীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য দেয়া হলো না। থানার এসআই মোঃ সাইফুদ্দিন বলেন, ইউএনও স্যারের নির্দেশে গাছ কাটা বাধা দিয়েছি। রাস্তার পাশের জমি মেপে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।
×