ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:২৬, ২০ নভেম্বর ২০১৯

গাইবান্ধায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ১৯ নবেম্বর, গাইবান্ধা ॥ পলাশবাড়ীতে বিউটি বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে বাড়ির লোকজন পলাতক রয়েছে। মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের সিধনগ্রামে শ্বশুরবাড়ি থেকে বিউটির লাশ উদ্ধার করে পুলিশ। বিউটি সিধনগ্রামের মামুন মিয়ার স্ত্রী এবং শহরের নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস ছামাদ মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, তিন বছর আগে বিউটির সঙ্গে মামুনের বিয়ে হয়। তাদের নয় মাসের একটি ছেলে সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরধরে গত সোমবার বিউটির ওপর শারীরিক নির্যাতন চালায় শ্বশুরবাড়ির লোকজন। এতে মনের ক্ষোভে বিউটি বাবার বাড়িতে চলে যায়। বাবা-মা বিউটিকে বুঝিয়ে শ্বশুরবাড়িতে পাঠায়। মঙ্গলবার ভোরে বাগ্বিত-ার জেরধরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের মারপিটে বিউটির মৃত্যু হয়। পলাশবাড়ী থানা পুলিশ জানায়, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিউটির শ্বশুর আব্দুল মজিদকে আটক করা হয়েছে। বরিশালে যুবক ও নবজাতক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রাম থেকে এক যুবকের ও উজিরপুরের ধামুরা বন্দর সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উভয় লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উত্তর শিহিপাশা গ্রামের এনসার সরদারের নববিবাহিতা পুত্র রফিউল সরদার (২২) পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে সোমবার রাতে ঘরের পাশের একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে। অপরদিকে সোমবার রাতে উজিরপুর উপজেলার ধামুরা বন্দর সংলগ্ন কালাম সিকদারের সমিলের পাশে ঝোপের মধ্যে অজ্ঞাত এক নবজাতকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল বলেন, খবর পেয়ে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম তানজিলা আক্তার (২০)। সে সৌদিপ্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার সকালে তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চিনাইর আলাকপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, সকালে দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। পাবনায় জুয়েলারি শ্রমিক নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, শহরের শালগাড়িয়া গোডাউন পাড়ার পুকুর থেকে শরিয়ত উল্লা নামে এক জুয়েলারি কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরিয়ত উল্লা রাধানগর বাগানপাড়ার মৃত সফর আলী শেখের ১ম পুত্র। মঙ্গলবার সকালে শালগাড়িয়ার ঝাঝড়া পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে পৌর সদরের শালগাড়িয়া ঝাঝড়া পুকুরে কোন কিছু পরার শব্দ শুনে পুলিশকে জানায় স্থানীয়রা। রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পুলিশ ও স্থানীয়রা। মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ডুবুরি দিয়ে পুকুর থেকে শরিয়ত উল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। শরিয়ত উল্লা শহরের সানন্দা জুয়েলার্সের কর্মী ছিলেন।
×