ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষ্ণা চৌধুরীর পা হারানোর ঘটনায় বাস হেলপার আটক

প্রকাশিত: ১২:০৩, ১৭ নভেম্বর ২০১৯

কৃষ্ণা চৌধুরীর পা হারানোর ঘটনায় বাস হেলপার আটক

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ঢাকার বাংলামোটরে বাস চাপায় বিআইডব্লিউটিএ-এর সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় পলাতক আসামি বাসটির হেলপার বাচ্চু মিয়াকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআইয়ের ঢাকা মেট্রোর উত্তরের বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ জনকণ্ঠকে জানান, গত ১৫ নবেম্বর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানা এলাকা থেকে পিবিআইয়ের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি বাসটির হেলপার বাচ্চু মিয়াকে (১৮) গ্রেফতার করা হয়। বাচ্চুর পিতার নাম তারা মিয়া। মায়ের নাম রোমানা বেগম। বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন ভালুকাপুর গ্রামে। প্রসঙ্গত, চলতি বছরের ২৭ আগস্ট দুপুর পৌনে দুটার দিকে বাংলামোটর ওভারব্রিজের নিচে ঘটনাটি ঘটে। ঘটনার সময় কৃষ্ণা রায় (৫২) ফুটপাথ দিয়ে হেটে কাওরান বাজারের দিকে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় কাওরান বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। ওই বাসে চাপা পড়েন কৃষ্ণা রায়। মারাত্মক আহত অবস্থায় পথচারীরা তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে জাতীয় অর্থোপেডিক ও পূনর্বাসন কেন্দ্র ও হাসপাতালে (সাবেক পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। বাস চাপায় কৃষ্ণা রায়ের মাথাসহ শরীরে মারাত্মক আঘাত পান। আর বাম পা পুরোপুরি থেঁতলে যায়। পরে চিকিৎসকরা কৃষ্ণা রায়কে বাঁচাতে তার বাম পা হাটুর নিচ থেকে কেঁটে ফেলে দেন। বর্তমানে তিনি এক পা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখনও পুরোপুরি সুস্থ হননি। ঘটনার পর পরই হাতিরঝিল থানা পুলিশ ঢাকা মেট্রো ব-১১-৯১৪৫ নম্বরের ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কৃষ্ণার স্বামী রাধে শ্যাম চৌধুরী (৬৫) বাদী হয়ে বাস মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তার স্ত্রীকে মারাত্মকভাবে আহত করার অপরাধে হাতিরঝিল থানার মামলা দায়ের করেন। এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার কাজীপাড়া থেকে বাসটির চালক মোর্শেদকে গ্রেফতার করে। ইতোপূর্বে বাস মালিক সমিতির প্রতিনিধিরা ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা দিতে চেয়েছিলেন। এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কৃষ্ণা রায়ের পরিবার।
×