ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিউ ফ্যাক্টর- এগিয়ে আনা হলো ইডেন টেস্টের সময়

প্রকাশিত: ১০:২৮, ১৪ নভেম্বর ২০১৯

 ডিউ ফ্যাক্টর- এগিয়ে আনা হলো ইডেন টেস্টের সময়

স্পোর্টস রিপোর্টার ॥ কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। ২২ নবেম্বর থেকে শুরু হতে যাওয়া আলোচিত ওই টেস্টের শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সন্ধ্যায় শিশিরের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) গুরুত্বপূর্ণ এক সদস্য। স্থানীয় সময় দুপুর দেড়টার পরিবর্তে এখন প্রতিদিনের খেলা শুরু হবে দুপুর একটায়। অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ইডেনের ডে-নাইট টেস্ট ম্যাচ। ভারতে শীতকাল প্রায় চলেই এসেছে। সন্ধ্যা নামার পর থেকেই মাঠে জমতে থাকবে শিশির। যেহেতু দিবারাত্রির টেস্টে খেলা চলবে রাত পর্যন্ত, শিশির হয়ে উঠতে পারে বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য বিসিসিআইয়ের কাছে ইডেন টেস্টের সময় পরিবর্তনের জন্য আবেদন করে বেঙ্গল ক্রিকেট এ্যাসোসিয়েশন। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন, ইডেন টেস্টের সময় বদলানোর অনুমতি দিয়েছে বোর্ড, ‘শিশিরের কথা মাথায় রেখে বিসিসিআই বেঙ্গল ক্রিকেট এ্যাসোসিয়েশনের অনুরোধ মেনে নিয়েছে। দুপুর দেড়টার পরিবর্তে খেলা শুরু হবে একটায়। প্রথম সেশন শেষ হবে দুপুর তিনটায়। দ্বিতীয় সেশন হবে ৩.৪০ থেকে ৫.৪০ পর্যন্ত। শেষ সেশন হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’ এদিকে ইডেনের কিউরেটর সুজন মুখার্জী জানিয়েছেন, ম্যাচ আগে শুরু করলে শিশিরের ঝামেলা অনেকটাই কমে যাবে, ‘শিশির আসলে রাত ৮-৮.৩০ থেকে পড়া শুরু করে। সময় এগিয়ে নিলে শিশির খুব একটা সমস্যা করবে না। আর আমি স্পোর্টিং পিচ তৈরি করার চেষ্টাই করব। আগেও ইডেনে এমনটাই হয়েছে। দিবারাত্রির টেস্টের জন্য এটার ব্যতিক্রম হবে না।’
×