ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটিকে পরিচ্ছন্ন নগরী করার ঘোষণা গাজীপুর সিটি মেয়রের

প্রকাশিত: ০৯:২০, ১০ নভেম্বর ২০১৯

সিটিকে পরিচ্ছন্ন নগরী করার ঘোষণা গাজীপুর সিটি মেয়রের

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ নবেম্বর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটিকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। টঙ্গীতে স্থায়ীভাবে একটি ট্রাক টার্মিনাল নির্মাণের কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। শনিবার টঙ্গীর চেরাগআলী ট্রাক স্ট্যান্ডে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্যপরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর্জা শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ সেলিম প্রমুখ। জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ নবেম্বর ॥ পুকুরের পানিতে ডুবে সাফিন হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার পাকারমাথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পাকারমাথা গ্রামের সোহেল রানার ছেলে। জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশের পুকুরের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সাফিন। জামাতাকে রক্ষায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শাশুড়ির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ নবেম্বর ॥ জামাতা নাসির সরদারের বাড়িতে বেড়াতে এসে শাশুড়ি খাদিজা বেগম (৫৫) বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। জামাতা ও তার স্বজন মহিন আহত হয়েছেন। গুরুতর আহত নাসির সরদারকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ঘটেছে বরগুনার আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসুগী গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে। জানা গেছে, আমতলী পৌরসভার বাসুগী গ্রামের জামাতা নাসির সরদারের বাড়িতে গত ১৫ দিন পূর্বে শাশুড়ি খাদিজা বেগম বেড়াতে আসেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জামাতা নাসির সরদার ঘরে প্রবেশ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। জামাতার ডাকচিৎসারে শাশুড়ি খাদিজা বেগম এগিয়ে আসেন এবং তাকে রক্ষার চেষ্টা করেন। এতে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। তাদের রক্ষায় স্বজন মহিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়।
×