ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ১৬ বস্তা কারেন্ট জালসহ আটক তিন

প্রকাশিত: ০৯:১২, ১০ নভেম্বর ২০১৯

মুন্সীগঞ্জে ১৬ বস্তা কারেন্ট জালসহ আটক তিন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাট হতে ১৬টি বস্তায় ৩ লাখ ৭৮ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মাওয়া নৌ-ফাঁড়ি পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। মাওয়া নৌপুলিশ জানান, শনিবার ৩ ব্যক্তি বস্তা ভরে কারেন্ট জাল নিয়ে শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণবঙ্গ যাচ্ছে- এ রকম গোপন সংবাদের ভিত্তিতে ১নং ফেরি ঘাটে অভিযান চালিয়ে ১৬টি বস্তা ভর্তি ৩ লাখ ৭৮ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় অবৈধ এ কারেন্ট জাল বহনের দায়ে ৩ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো বরিশালের চিলমারী থানার মুলাদী গ্রামের মনির হোসেন (৩৩), হিজলা থানার চর পাওনী ভাংগা গ্রামের আজিজুল ইসলাম ও মুন্সীগঞ্জ সদর থানার রিকাবী বাজার এলাকার মিজানুর রহমান পৃথিবী। বাঘায় জামায়াত নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলার আমোদপুর গ্রামে শিবির নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদী বইপত্র ও পাকিস্তানী পতাকা উদ্ধারের পর বিপলু হোসেন নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আমোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামায়াত নেতা ওই এলাকার মোজাহার হাসেনের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা শাখার নেতা আইয়ুব আলী বাড়িতে সন্ধ্যার পর গোপন বৈঠকের সময় হানা দেয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির নেতারা সেখান থেকে পালিয়ে যায়। পরে আইয়ুব আলীর ঘর তল্লাশি করে দুই শতাধিক জিহাদী বই এবং পাকিস্তানী পতাকা জব্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে জামায়াত নেতা বিপলু হোসেনকে আমোদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
×