ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ১১:৪৯, ৭ নভেম্বর ২০১৯

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাত ইউপি সদস্য। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য জাহিদ সরকার। উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুর জালাল খান, শহিদুল্লাহ, মতিয়ার বিশ্বাস, সাদেকুর রহমান, লুৎফর রহমান ও আরজিনা খাতুন। সংবাদ সম্মেলনে বলা হয়, বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে আবু সাইদ সরদার সরকারের দেয়া বিভিন্ন সরকারী সেবা ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাত করছেন। মেম্বাররা প্রতিবাদ করায় তাদের কোন কাজ দেন না। তবে বিভিন্ন প্রকল্পে মেম্বারদের সভাপতি করে স্বাক্ষর জাল করে টাকা তুলে নেন। অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ২৩৯ শ্রমিক কাজ করে। এই প্রকল্পের সভাপতি ছিলেন মেম্বার জাহিদ সরকার। কিন্তু তার স্বাক্ষর জাল করে টাকা তুলে নিয়েছেন চেয়ারম্যান আবু সাইদ সরদার। ফলে অধিকাংশ শ্রমিক টাকা পাননি। কেউ কেউ পেলেও দেয়া হয়েছে অর্ধেক। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২৪ অক্টোবর মৃত শহর আলী মোল্লার ওয়ারেশদের নামকরণে ওয়ারেশকাম সনদ ইস্যু করা হয়েছে। কিন্তু ওই সনদে সংরক্ষিত ওয়ার্ড সদস্য আরজিনা খাতুনের স্বাক্ষর জাল করা হয়েছে। এছাড়া গত তিন অর্থবছরে পরিষদে আসা বার্ষিক উন্নয়ন তহবিল ও রাজস্ব উন্নয়ন তহবিলের বিপরীতে নেয়া সব প্রকল্পেও ব্যাপক অনিয়ম করেছেন চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী পরিষদের সভা করে প্রকল্প গ্রহণের কথা থাকলেও চেয়ারম্যান তা করেন না। এজন্য তিনি রেজুলেশন খাতায় ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করেন। এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে সদস্যদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন চেয়ারম্যান। নওগাঁয় যুবদল নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ নবেম্বর ॥ রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম এমদাদকে (৪৪) বুধবার সকালে থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করেছে। উপজেলার গোনা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত এমদাদুল ইসলাম এমদাদ উপজেলার বেতগাড়ী এলাকার মৃত আয়েজ উদ্দীন মুন্সির পুত্র ও রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি। রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, গত ২০১৭ সালে তার বিরুদ্ধে আদালতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের হয়। এরপর আদালত তাকে সাজা প্রদান করে। সাজার পর থেকেই এমদাদুল পলাতক ছিল। মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ নবেম্বর ॥ বুধবার ভোরে শিবচরের চরকমলাপুর গ্রামে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ৬ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল ও ২৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দেয়ায় ৩ জনকে মারধর করে আহত করা হয়।
×