ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চমেকের অধ্যক্ষ ডাঃ শামীম হাসান

প্রকাশিত: ১১:৪৮, ৭ নভেম্বর ২০১৯

চমেকের অধ্যক্ষ ডাঃ শামীম হাসান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডাঃ শামীম হাসান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৫ নবেম্বর মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়। একইদিন জারি করা অপর এক প্রজ্ঞাপনে পূর্ববর্তী অধ্যক্ষ ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন অধ্যক্ষ নিয়োগের এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। ডাঃ শামীম হাসান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে বদলির আদেশের প্রতিবাদে বুধবার ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা। চমেক ছাত্রলীগ এবং ছাত্র সংসদ এ কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছে। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করে। প্রতিবাদকারীরা বলেন, অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে অপসারণের প্রতিবাদে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচী পালন করছেন। ইয়াবাসহ সাবেক বিজিবি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের পোকখালী থেকে ইয়াবাসহ এহতেসামুল হক বাবুল নামে সাবেক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়। বাবুল প্রকাশ বিডিআর বাবুল পূর্ব পোকখালীর মৃত নুরুল কবিরের ছেলে। ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন বাবুল। কিছু দিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়। অবশেষে বাড়ির সামনে বিক্রির উদ্দেশে অপেক্ষা করছে সংবাদে অভিযান চালানো হয়। পরে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গি থেকে ৫৪ ইয়াবা জব্দ করা হয়েছে।
×