ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ব্যতিক্রমী যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:৩২, ৭ নভেম্বর ২০১৯

শিল্পকলায় ব্যতিক্রমী যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাজু আহমেদ ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে নানা শ্রেনী পেশার মানুষের ভীড়। দেশী বিভিন্ন বাহারি পোশাকের বিভিন্ন স্টল। রয়েছে হরেক রকম স্বাদের পিঠা পায়েস খাওয়ার সুযোগ। সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল হলেই এ আয়োজনকে ঘিরে তরুণ তরুণী, শিশু এবং অভিভাবকদের আড্ডা জমে উঠেছে। ‘যুব মেলা’ উপলক্ষে এইসব আড্ডায় ভীড় জমাচ্ছেন হাজারো সংস্কৃতিপ্রেমী। মেলায় ১১০টি স্টল অংশ নিচ্ছে। ব্যতিক্রমী এমেলায় বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি আগত দর্শকদের জন্য সন্ধ্যার পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক মোঃ এরশাদ উর রশিদকে আহ্বায়ক এবং সদস্য সচিব জেনেসিস থিয়েটারের সভাপতি নূর হোসেন রানাসহ ১৬ জনের সাংস্কৃতিক কমিটি যুবমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান তত্বাবধান করছেন। জানা যায় ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ২০১৯ সালের এই স্লোগানে জাতীয় যুব দিবসে বিভিন্ন কর্মসূচী হাতে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। তারই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত ২ নবেম্বর থেকে চলছে ‘যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। কাল শুক্রবার এ আয়োজনের সমাপনী দিন। যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতায় বাংলাদেশের যুবরা কি কি কাজে সঙ্গে সম্পৃক্ত হয়েছে তারই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সাত দিনব্যাপী এই যুবমেলার আয়োজন করা হয়েছে। মেলার সাংস্কৃতিক কমিটির সদস্য সচিব জেনেসিস থিয়েটারের সভাপতি নূর হোসেন রানা বলেন, যুব উন্নয়ন অধিদফতরের তালিকাভুক্ত বিভিন্ন সংগঠন ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে প্রতিদিনই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের থাকছে নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন শো ও নাটক মঞ্চায়ন। সাংস্কৃতিক কমিটির তত্ত্বাবধানে সাত দিনের অনুষ্ঠান মালায় অংশ নেয় ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’, ‘প্রতিক্ষণ যুব উন্নয়ন ফাউন্ডেশন’, ‘নতুনত্ব আর্থ-সামাজিক যুব উন্নয়ন সংস্থা’, ‘যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ একাডেমি’, ‘জেনেসিস থিয়েটার’, ‘স্বর সঙ্গীতালয়’, ‘মানব কল্যাণ সংঘ’, ‘স্বপ্নকথা কুটির শিল্প’, ‘সারুলিয়া ইয়্যুথ টিম’, ‘ঢাকা মৌলিক নাট্যদল’, ‘প্রাকৃতধারা’, ‘জে আফরোজ যুব ও নারী উন্নয়ন কেন্দ্র’, ‘রঙ্গনা থিয়েটার’, ‘স্টার যুব কল্যাণ সোসাইটি’, ‘অন্তরঙ্গ নাট্য সংগঠন’, ‘স্বপ্তপর্ণা যুব মহিলা উন্নয়ন সংস্থা’, ‘রিয়াল ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশন’, ‘প্রীতি বুটিকস’। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিল্পী লুইপা, রন্টি দাস, চাইম ও নোঙর ব্যান্ডের শিল্পী সাইদ রহমান, ইতি, মৌটুসি, সিনথিয়া, বিপাশা পারভীন, ক্ষ্যাপা মাহফুজ, রিতা, ফারজানা রনি, মশিউর, চায়না রাণী, জয়নাল আবেদিন। উপস্থাপনায় ছিলেন ইমন খান, তিশা, নেয়ামত উল্লা বাবু, রিতা রাণী সাহা, আল সাইদুল ইসলাম দুলাল, সুমনা ও জান্নাত রুমি। এদিকে গত ২ নবেম্বর যুবমেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন এবং একুশে পদকে ভূষিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
×