ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছেন রুশ নভোচারী ভেলেন্তিনা তেরেসকোভা

প্রকাশিত: ০৯:৩৮, ৬ নভেম্বর ২০১৯

ঢাকায় আসছেন রুশ নভোচারী ভেলেন্তিনা তেরেসকোভা

জনকণ্ঠ ডেস্ক ॥ রুশ নভোচারী ভেলেন্তিনা তেরেসকোভাকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২২-২৬ ডিসেম্বর তিনি ঢাকার পঞ্চম অল এশিয়ান ফোরামে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির এ্যাসোসিয়েশন অব গ্র্যাজুয়েট এ্যান্ড ফ্রেন্ডস পিপলসের কাউন্সিল চেয়ারম্যান আলমগীর জলিল বিখ্যাত রুশ নভোচারীকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। খবর বাংলানিউজের। এ বিষয়ে জানতে চাইলে আলমগীর জলিল মঙ্গলবার বলেন, বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেন্তিনা তেরেসকোভাকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সব ঠিক থাকলে তিনি আগামী ডিসেম্বরে ঢাকায় আসবেন। রাশিয়া ও সোভিয়েত বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েটদের এ্যালামনাই সম্মেলন ‘পঞ্চম অল এশিয়ান ফোরাম’ আগামী ২২-২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মাতুয়াইলে ট্রাকচাপায় দৈনিক ইত্তেফাকের কর্মচারী কামাল হোসেন এবং চাঁনখারপুলে বাস চাপায় মনিষা বর্মণ নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। সোমবার রাত দুটার দিকে ডেমরার মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে একটি ট্রাক সিএনজিতে থাকা কামালকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কামাল ইত্তেফাকের সিএনজি চালাত। এদিকে সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকার চাঁনখার পুলের ঢালে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বেপরোয়া গতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
×