ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীমান্তরেখা দুই দেশের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করতে পারেনি ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৯:৩৮, ৬ নভেম্বর ২০১৯

সীমান্তরেখা দুই দেশের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করতে পারেনি ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশ আর ভারতের মানুষের মধ্যে বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ভাষা ও সংস্কৃতিতে রয়েছে দারুণ মিল। শুধু সীমান্তরেখা কোন বিভেদ সৃষ্টি করতে পারেনি বন্ধুপ্রতিম দুটি দেশের মানুষে-মানুষে। দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের দৃঢ়তা পারস্পরিক অধিকার সংরক্ষণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কখনোই বন্ধু-বন্ধুকে এবং ভাই-ভাইকে কোন অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের কাছ থেকে বাংলাদেশের লাভবান হওয়ার অনেক সুযোগ রয়েছে। তাই আমরা ঐহিত্যের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে চাই।মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ভারতের অসম থেকে আসা উচ্চপদস্থ একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ডক্টর ভূপেন হাজারীকার অষ্টম মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রতিনিধি দলটি গত সোমবার বাংলাদেশে এসেছে।
×