ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে জেল হত্যা দিবস পালন

প্রকাশিত: ১০:০৮, ৪ নভেম্বর ২০১৯

  বিএসএমএমইউতে জেল হত্যা দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। মানব সভ্যতার ইতিহাসে বেদনাবিধুর এই দিনটি উপলক্ষে ৩ নবেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতির পিতার ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এ সময় ১৯৭৫ সালের ৩ নবেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় এই দিবসে শহীদ জাতীয় চার মহান জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন (অব) এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
×