ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৮:২২, ২ নভেম্বর ২০১৯

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১ নবেম্বর ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবলীগ নেতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার যশরা ইউনিয়নের বাড়ার মোড় এলাকায়। নিহত যুবলীগ নেতার নাম শাজাহান মিয়া(৩৫)। তিনি উপজেলার বখুরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। শাহজাহান যশরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে বিহারিপাড়া মোড় থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথে বাড়ার মোড় এলাকায় সড়কে পড়ে থাকা একটি ভাঙ্গা ইটের টুকরোর ওপর তার মোটরসাইকেলের সামনের চাকা উঠে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে শাহজাহান মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গফরগাঁও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত শাহজাহান সম্পর্কে আমার ভাতিজা। সিরাজগঞ্জে পুলিশ সদস্য স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, তাড়াশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল রুবেল হোসেন বগুড়া জেলার হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিণ মথুরপুর গ্রামে। পুলিশ সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহনাজ পারভীন।
×