ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঋণ করে কেনা অটোরিক্সা হারিয়ে দিশেহারা আফজাল

প্রকাশিত: ০৮:১৯, ২ নভেম্বর ২০১৯

 ঋণ করে কেনা অটোরিক্সা হারিয়ে দিশেহারা  আফজাল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ১ নবেম্বর ॥ ঋণের টাকায় কেনা অটোরিক্সা হারিয়ে এখন দিশেহারা আফজাল হাওলাদার (৪০)। প্রতিপক্ষ জসিম হাওলাদার গং তাকে মারধর করে অটো রিক্সাটি ছিনিয়ে নেয়। এই অটো রিক্সার আয় দিয়ে চলত আফজালের চার সদস্যর সংসার। বাউফল হাসপাতালে চিকিৎসাধীন আফজাল জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে তার বাড়ি। তিনি পেশায় রোজ আয়ের মানুষ। কয়েক দিন আগে এনজিও থেকে থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটোরিক্সা কিনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যাত্রীর জন্য দরিয়াবাদ ডানিডা রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় প্রতিপক্ষ জসিম হাওলাদারের নেতৃত্বে সোহাগ, হালিম, নাসির খান ও শাহিন তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে তাকে। হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বা পায়ের একটি অংশ থেতলে দিয়েছে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে, হামলাকারীরা তার অটোরিক্সাটি নিয়ে যায়। স্থানীয় কয়েক ব্যক্তি তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসেন। তার ১৩ শতাংশ জমি জবর দখল করার উদ্দেশেই এ হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। শুক্রবার দুপুরে বাউফল হাসপাতালে গিয়ে দেখা গেছে, আফজাল হাওলাদার ব্যথায় কাতরাচ্ছেন। তার সারা গায়ে জখমের চিহ্ন। বা পায়ে হাঁটুর উপরি অংশে ব্যান্ডেজ করা। হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে দেয়া হয়েছে।
×