ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:০৯, ১ নভেম্বর ২০১৯

টুকরো খবর

অর্ধশত মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ যুদ্ধাপরাধসহ অর্ধশত নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা রাজাকার মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে তার মেয়ের বাড়ি থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর পুত্র। সাতক্ষীরা পুলিশ জানান, আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের হয়। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এ ছাড়া ২০১৩ সালে নাশকতায় অভিযোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ৫০টিরও বেশি মামলা দায়ের হয়। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ধর্ষকের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ধর্ষণ মামলায় আবু ছায়েম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার দুপুরে আসামির অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক আহসান তারেক। এছাড়া আসামির ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করেন আদালত। আবু ছায়েম জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুড় গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৪ মার্চ একই গ্রামের কমির উদ্দিনের ১৫ বছরের মেয়ে জাকিয়া বানুকে ধর্ষণ করে আবু ছায়েম। ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুয়েট, হোপ পলিটেকনিক এবং রেভারেন্ড পল্স হাইস্কুল উপকেন্দ্রে এই পরীক্ষা নেয়া হবে। কোন পরীক্ষার্থী মোবাইল ফোন বা কোন প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, কর্তৃপক্ষ মোবাইল ফোন সংরক্ষণের কোন ব্যবস্থা গ্রহণ করবে না। প্রয়োজন হলে পরীক্ষার্থীরা শুধু ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) সাদা প্লাস্টিক ফাইল সঙ্গে নিতে পারবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখম-ল ও কান অনাবৃত রাখতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় দায়িত্বরত অবস্থায় শিক্ষক ও কর্মচারী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ২ হাজার পরিবারে সহায়তা দাবি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকায় জলাবদ্ধ কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তার দাবি জানানো হয়েছে। উত্তরণ ও বেতনা-মরিচ্চাপ অববাহিকা পানি কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও পৌরসভার ২২ টি গ্রামের দুই সহস্রাধিক পরিবার গত জুলাই মাস থেকে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। অধিকাংশ বাড়ির নলকূপ ও ল্যাট্রিন পানিতে ডুবে আছে। তাদের নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যা এখন প্রকট। জলাবদ্ধতার কারণে এলাকার মানুষ সেখানে মাছ চাষ ও চাষাবাদ কোনটাই করতে পারেনি। আইনজীবীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু নিজম্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩১ অক্টোবর ॥ আইনজীবী এম ইসহাক বাচ্চুর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দৃপ্তি রানীর (রাবেয়া মুন্নি) রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে আমতলী হাসপাতাল সড়কের তার ভাড়াটিয়া বাসায়। নার্সের রহস্যজনক মৃত্যুতে তার সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন। দৃপ্তি রানীর ভাই দীপাঙ্কর মজুমদার বলেন, আমার ভগ্নিপতি একটি মেয়ের সঙ্গে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওই মেয়েকে বিয়ে করেছেন। এ নিয়ে আমার বোনকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল। তিনি আরও বলেন, আমার বোনের মৃত্যুটা রহস্যজনক। আমি এ ঘটনায় বিচার দাবি করছি। জানা গেছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দৃপ্তি রানী আইনজীবী এম ইসহাক বাচ্চুর সঙ্গে ২০০২ সালে পরকীয়ায় জড়িয়ে বিয়ে হয়। দুর্নীতির অভিযোগে দুদকের মামলা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেস নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ যন্ত্রপাতি ক্রয়ের নামে ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারের কাছ থেকে ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে সাবেক তত্ত্বাবধায়কসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার সকালে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফেরদৌস রহমান বাদী হয়ে দুদক খুলনা কার্যালয়ে এ মামলটি দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ শাহজাহান আলী, ঢাকার পুরানা পল্টন এলাকার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার, ঢাকার সেগুনবাগিচার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আহসান হাবীব, ঢাকার বেঙ্গল সাইন্টিফিক এ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দীন সরকার ও দিনাজপুরের ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান। বিজিবির মেডিক্যাল ক্যাম্প স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ আটোয়ারী উপজেলার বোধগাঁও সীমান্তে মেডিক্যাল ক্যাম্প ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বৃহস্পতিবার এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় তোড়িয়া হাইস্কুল মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আফসানা রহমানের নেতৃত্বে চিকিৎসকদল সহস্রাধিক গরিব, দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফীন মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। দিনমজুরের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বুধবার ‘বরিশালে একযুগ শিকল বন্দী যুবক’ শিরোনামে প্রকাশিত সংবাদে পুত্র লিখন হাওলাদারের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় শয্যাশয়ী দিনমজুর শাহজাহান হাওলাদারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এছাড়া মানসিক ভারসাম্যহীন লিখনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের। উপজেলা সমাজ সেবা অফিসার সুশান্ত বালা বলেন, জনকণ্ঠ পত্রিকার খবর দেখে জেলা প্রশাসকের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। এরই মধ্যে মানসিক ভারসাম্যহীন যুবক লিখনের চিকিৎসার দায়িত্ব জেলা পুলিশ সুপার নিয়েছেন। শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য লিখনকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। ফলে অর্থাভাবে বিনাচিকিৎসায় তার (লিখন) শয্যাশায়ী বাবা শাহজাহানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক।
×