ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশেষজ্ঞ কমিটির মত দিতে এক মাস সময় পেল ওয়াসা

প্রকাশিত: ১০:৫০, ৩১ অক্টোবর ২০১৯

  বিশেষজ্ঞ কমিটির মত দিতে এক মাস সময় পেল ওয়াসা

স্টাফ রিপোর্টার ॥ দুটি জোনের পানি সংশোধনের বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জমা দিতে এক মাস সময় পেয়েছে ওয়াসা। আগামী ২৭ নবেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। কখনই পাখির বাসা ভাঙা যাবে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। একই সঙ্গে রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ বাউসা গ্রামকে কেন অভয়ারণ্য ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে ৫০ আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় দুটি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে আপীল বিভাগ। বারডেম হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে ওই জরিমানার অর্থ দান করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদকে ছয় মাসের জামিন দিয়েছে আপীল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা । বুধবার আপীল ও হাইকোর্ট বিভাগ আদেশগুলো প্রদান করেছে। এদিকে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে যোগদান করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মোঃ আলী আকবর। দুটি জোনের পানি সংশোধনের বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জমা দিতে এক মাস সময় পেয়েছে ওয়াসা। বুধবার বিশেষজ্ঞ মতামত দাখিলে রাষ্ট্রপক্ষ সময় চাইলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
×