ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে টি২০ সিরিজ হার সালমাদের

প্রকাশিত: ১১:৩৪, ২৯ অক্টোবর ২০১৯

 পাকিস্তানে টি২০ সিরিজ হার সালমাদের

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানে সফরে টি২০ সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি২০ ক্রিকেটে নিজেদের সেরা দলীয় সংগ্রহ ৭ উইকেটে ১৫২ রান তুলেও দ্বিতীয় ম্যাচ জিততে পারেননি সালমা খাতুনরা। কারণ আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৭ রানের বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান মহিলা ক্রিকেট দল। ফলে ১৫ রানে হেরে ৩ ম্যাচের টি২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকরা। প্রথম টি২০ ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ১৪ রানে। টস জিতে আগে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু উদ্বোধনী জুটিতে ৩৫ ও দ্বিতীয় উইকেটে ৯৫ রানের বিশাল জুটি গড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় পাক মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান তোলে তারা। অধিনায়ক বিসমাহ মারুফ ৫০ বলে ৯ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ওপেনার জাভেরিয়া খান ৪৪ বলে ৫ চার, ২ ছক্কায় ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে পেসার জাহানারা আলম ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি ও লতা ম-ল ৩৮ রানে ১টি উইকেট নেন। জবাব দিতে নেমে দলীয় ২৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। বিপদের মুখে চতুর্থ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন সানজিদা ইসলাম ও নিগার সুলতানা জ্যোতি। সানজিদা ৩২ বলে ৮ চারে ৪৫ ও জ্যোতি ২১ বলে ১ চার, ১ ছক্কায় ২১ রান করে বিদায় নেন। এরপর ফারজানা হক পিঙ্কি ১৯ বলে ৪ চারে ৩০ ও জাহানারা মাত্র ৫ বলে ১ চার, ২ ছক্কায় ১৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেও লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানে শেষ হয় তাদের ইনিংস। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন সাদিয়া ইকবাল। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের আগে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ১৫১ রান। বুধবার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
×