ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেষ প্রান্তিকের মুনাফায় ধস

প্রকাশিত: ১১:৪৯, ২৭ অক্টোবর ২০১৯

 শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেষ প্রান্তিকের  মুনাফায় ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২০১৮-১৯ অর্থবছরের শেষ প্রান্তিকের ব্যবসায় ধস নেমেছে। যা কোম্পানিটির পুরো অর্থবছরের মুনাফায় ধস নামিয়েছে। এই অবস্থায় ১০ শতাংশ লভ্যাংশ দিতে কোম্পানিটিকে রিজার্ভ ব্যবহার করতে হবে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২০১৮-১৯ অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৮-মার্চ ১৯) নিট ১১ কোটি ৪১ লাখ টাকা বা শেয়ার প্রতি ০.৮৪ টাকা মুনাফা হয়েছিল। বছর শেষে এই মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকায় বা শেয়ার প্রতি ০.৯০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেষ প্রান্তিকে মুনাফা হয়েছে মাত্র ৮৯ লাখ টাকা বা ইপিএস ০.০৬ টাকা। কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) ইপিএস হয় ০.৪২ টাকা। যা দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ১৮) ০.২১ টাকা ও তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৯) ০.২১ টাকা ইপিএস হয়। তবে চতুর্থ বা শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন ১৯) ইপিএস হয়েছে মাত্র ০.০৬ টাকা। এদিকে আগের অর্থবছর শেফার্ড ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছিল ১.১৫ টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরে কমে হয়েছে ০.৯০ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.২৫ টাকা বা ২২ শতাংশ। কোম্পানিটির পর্ষদ ০.৯০ টাকা ইপিএসের বিপরীতে ১০ শতাংশ বোনাস শেয়ার বা প্রতিটি শেয়ারে ১ টাকার শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ১১১ শতাংশ। মুনাফার অতিরিক্ত ১১ শতাংশ কোম্পানির রিজার্ভ থেকে বিয়োগ হবে।
×