ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে

প্রকাশিত: ১১:০৫, ২৫ অক্টোবর ২০১৯

ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদ- দেয়ায় সরকারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোলায় ফেসবুক গুজবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় যুক্তদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার ফেনীতে নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার পর পরই মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিং করেন ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। চলমান দুর্নীতিবিরোধী অভিযান, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননের বিতর্কিত মন্তব্য, ক্রিকেটারদের আন্দোলন, সড়ক পরিবহন আইন, বিএনপির রাজনীতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে ব্রিফিংয়ে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের মেসেঞ্জারে একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনার তদন্ত কাজ এগিয়ে চলছে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে। কারা এর নেপথ্যে ছিলেন। কাদের জন্য এত বড় সাম্প্রদায়িক সন্ত্রাস হলো। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে ফেসবুক আইডি থেকে স্ক্রিনশট ছড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে সেই আইডির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) ওরফে শুভ নামের এক যুবক। তার এ্যাকাউন্টের মেসেঞ্জার থেকে ‘মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য’ ছড়িয়ে সেই ‘স্ক্রিনশট’ ব্যবহার করে গত ২০ অক্টোবর থেকে বোরহানউদ্দিনে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করা হয়। পুলিশ বিপ্লবের এ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ পায় এবং দুই জনকে গ্রেফতার করে। তবে ফেসবুকে কথিত বক্তব্যের জেরে একটি পক্ষ উত্তেজনা ছড়ায়। ২০ অক্টোবর এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উগ্রবাদীদের সংঘর্ষ হয়। এসময় তারা হিন্দুদের বাড়ি ও মন্দির ভাংচুর করে। ক্রিকেটারদের সমস্যার সম্মানজনক সমাধান হয়েছে এদিকে ক্রিকেটারদের দাবি-দাওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। সেখানে একটি বোর্ড আছে। বোর্ড সমস্ত কার্যক্রম তদারকি করে। যা ঘটেছিল তার সম্মানজনক সমাধান হয়েছে। তিনি বলেন, সাবিক আল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। দেরিতে হলেও বিষয়টির সমাধান হয়েছে। খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর দারস্থ হয়েছিলেন। ক্রিকেট বোর্ডের পরিবর্তন হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, বোর্ডের পরিবর্তন চাইলে সেটা প্রধানমন্ত্রী করবেন। ওবায়দুল কাদের বলেন, শুধু বিসিবির সভাপতি নয়, যে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। কেউ আইনের উর্ধে নয়। তিনি বলেন, যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে। এখানে কার কতটা দোষ এবং এখানে কোন প্রকার অশুভ উদ্দেশ্য কারো আছে কিনা, সে বিষয়টা খোঁজ রাখা হচ্ছে। সড়ক আইনে শাস্তি ও দ-ে পরিবর্তন আসবে না প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার শাস্তির বিধানে কোন পরিবর্তন না করে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। আগামী ১ নবেম্বর থেকে আইনের বাস্তবায়ন শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, দেরিতে হলেও আইনটি বাস্তবায়িত হতে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপত্তার স্বার্থে সবারই প্রত্যাশা ছিল আইনটি বাস্তবায়ন হোক। বিধিবিধানের বিষয় আছে। আবার পরিবহন সংগঠনের দিক থেকে কিছু বিষয় নিয়ে আপত্তি ছিল। তারপরও আমরা এখনও যে যেটা বলুক আইনটা হয়েছে। আইনের কার্যকারিতা জাতির দাবি। এটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। লোকমানের বিসিবিতে থাকার যৌক্তিকতা নেই ক্যাসিনোকা-ে আলোচিত ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় বোর্ড মিটিং যখন হবে, এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। আমি বিসিবির সভাপতির সঙ্গে আলাপ করব, যাকে গ্রেফতার করা হয়েছে, এখনও তাকে বোর্ডে রাখার কোন যৌক্তিকতা নেই। নুসরাত হত্যার বিচারে স্বস্তি প্রকাশ নুসরাত হত্যার বিচার দ্রুত শেষ হওয়ায় সরকার স্বস্তি প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নুসরাত হত্যাকা-ের পর থেকে সরকার সোচ্চার ছিল। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। সবচেয়ে বড় বিষয় হলো তদন্তে দোষীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, দ্রুততার সঙ্গে বিচার হয়েছে। অবিশ^াস্য মনে হলেও এই মামলার ক্ষেত্রে বিচার প্রক্রিয়া একেবারেই তরান্বিত হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করছি। আশা করি পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হবে। ব্যাখ্যা দেবেন মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যেভাবে খবর প্রকাশিত হয়েছে, রাশেদ খান মেনন সেভাবে বক্তব্য দেননি। তার বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে। এ কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ওবায়দুল কাদের বলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, ১৪ দলের সঙ্গে মিশতে চান। তিনি যে বক্তব্য দিয়েছেন, তা আংশিকভাবে প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ বক্তব্য প্রকাশিত হলে এ বিভ্রান্তি ছড়াত না বলে তার বিশ্বাস, সেটাই তিনি বলেছেন। তার বক্তব্যে তিনি বলেছেন, এবারের নির্বাচন ২০০৮ সালের মতো উৎসবমুখর হয়নি।
×