ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ

১৬ কোটি টাকা লোপাটের মামলায় স্টোর কিপার জেলহাজতে

প্রকাশিত: ০৯:৪০, ২৩ অক্টোবর ২০১৯

১৬ কোটি টাকা লোপাটের মামলায় স্টোর কিপার জেলহাজতে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি ক্রয়ের নামে ১৬ কোটি ৬১ লাখ টাকা লোপাটের মামলায় স্টোর কিপার একেএম ফজলুল হককে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক শেখ মফিজুর রহমান তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সে জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করে। জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলা স্বাস্থ্য বিভাগের ১৬ কোটি টাকা ৬১ লাখ টাকার মালামাল ক্রয়ে দুর্নীতির ঘটনায় একটি মামলা দায়ের হয়। দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালালউদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের পক্ষে তৎকালীন সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান, স্টোর কিপার একেএম ফজলুল হক ও হিসাবরক্ষক আনোয়ার হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান, আনোয়ার হোসেন, জাহের উদ্দিন সরকার, হাজী আবদুস সাত্তার, আসাদুর রহমান ও আব্দুল কুদ্দুসসহ ৬ জন নি¤œ আদালত থেকে জেলে যাওয়ার পর বর্তমানে উচ্চ আদালতের জামিনে রয়েছেন। বাকি দুই জন আহসান হাবিব ও কাজী আবু বকর সিদ্দিক পলাতক রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের পিপি জানান, এ মামলার আসামি স্টোর কিপার এ কে এম ফজলুল হকের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকার পর মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে জামিন নিতে গেলে তাদেরকে জেলহাজতে পাঠান।
×