ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত টাকা না দেয়ায় গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ অক্টোবর ২০১৯

অতিরিক্ত টাকা না দেয়ায় গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে লেখাপড়ার অতিরিক্ত খরচের টাকা না দেয়ায় এক স্কুলশিক্ষক পিতাকে পিটিয়ে হত্যা করেছে বিশ^বিদ্যালয় পড়ুয়া ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে ইমরান ফকির ওরফে রাতুলকে (২৫) গ্রেফতার করেছে। নিহতের নাম আবদুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫)। তিনি শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মৃত আবদু রশিদ মাস্টারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বাবুল মাস্টার। তিনি ডান পা না থাকায় কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতেন। তার ছেলে ইমরান ফকির রাজধানী উত্তরার ডেফোডিল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছেলের লেখাপড়ার খরচের বাইরে অতিরিক্ত খরচ নিয়ে প্রায়শ বাবা-ছেলের মধ্যে ঝগড়া ও বাগ্বিত-া হতো। এ নিয়ে সোমবার রাত ১টার দিকে বাবুল মাস্টারের সঙ্গে তার ছেলে রাতুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাতুল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় বাবুল মাস্টার মাটিতে লুটিয়ে পড়েন। এরপর রাতুল নিজেই জাতীয় তথ্য সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেকে আটক করে এবং বাবুল মাস্টারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। হবিগঞ্জে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, মাদক কেনায় টাকা না দেয়ায় মঙ্গলবার ভোরে লাখাইয়ের পল্লী ভরপূর্ণিতে স্ত্রী মাহফুজা আক্তারকে (২৫) গলা কেটে হত্যা করেছে পাষ- স্বামী। নিহত মাহফুজা ওই গ্রামের তির ইসলামের মেয়ে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ রবিউল ইসলাম জনকণ্ঠকে জানান, প্রায় ৭ বছর আগে ওই গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র মকসুদ আলীর সঙ্গে একই গ্রামের তির ইসলামের মেয়ে মাহফুজার বিয়ে হয়। তারপর থেকে তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিইে কাটছিল। সম্প্রতি স্বামী মকসুদ আলীর সঙ্গে মদ খাওয়াসহ নানা বিষয়াদি নিয়ে স্ত্রী মাহফুজার ঝগড়া-বিবাদ চলছিল। শুধু তাই নয়, মকসুদ আলী প্রায়শ মদপান করে বাড়ি ফিরলে স্ত্রী তাতে প্রতিবাদ জানাত। এতে ক্ষিপ্ত হয়ে নানা অশ্লীল ভাষায় স্ত্রীকে অকথ্য গালাগাল করত মকসুদ। ঘটনার রাতেও মকসুদ মাদক কেনার জন্য টাকা চাইলে স্ত্রী মাহফুজা তাতে অনীহা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে মাহফুজাকে গলা কেটে হত্যার পর স্বামী মকসুদ পালিয়ে যায়। শেরপুরে যুবক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শেরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর দায়ের কোপে সোহেল মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল স্থানীয় বয়জ উদ্দিনের ছেলে ও এক সন্তানের জনক। এদিকে ঘটনার পর থেকেই ঘাতক প্রতিবেশী জাহিদুল ইসলামসহ (৩৫) অন্যরা পলাতক রয়েছে। জানা যায়, সোমবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের আলকাছ আলীর ছেলে জাহিদুল ইসলামের লাগানো শিম গাছ ছাগলে খেয়ে ফেলে। ওই ঘটনায় প্রতিবেশী আজিজুল ইসলামের পরিবারের লোকদের সঙ্গে জাহিদুলের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে জাহিদুল আজিজুলের স্ত্রী মাজেদা বেগমকে মারধর করে। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মঙ্গলবার সকালে আজিজুল বাড়ির বাইরে গেলে জাহিদুলসহ তার লোকজন আজিজুলের ওপর হঠাৎ আক্রমণ করে। ওই সময় আজিজুলের ফুপাত ভাই সোহেল মিয়া ও শেখ ফরিদ তাকে বাঁচাতে এগিয়ে গেলে জাহিদুলের দায়ের কোপে দু’জনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনায় বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের খাসিকোনা গ্রামে সজিদা খাতুন (৬২) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সজিদা ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী। জানা গেছে, সোমবার রাতে সজিদা তার বসতঘরে ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। তারা হলোÑ নিহতের ভাশুরের ছেলে ফজলু মিয়া এবং প্রতিবেশী মোফাজ্জল হোসেন। ৫ দিন পর মাথা উদ্ধার স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, জেলার তেঁতুলিয়া উপজেলায় তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামে স্লুইস গেটের নিচে ডোবা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করার ৫ দিন পর ওই ব্যক্তির মাথা একটি চাবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শ্রমিকরা চাবাগানে কাজ করতে গেলে বাগানে মাথা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তেঁতুলিয়া মডেল থানা পুলিশ চাবাগান থেকে মানুষের মাথা উদ্ধার করে। কুড়িগ্রামে ৪ টুকরা লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রাজারহাট উপজেলায় ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির দেহ বিচ্ছিন্ন দুই হাত, এক পা ও মাথা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের নাককাটি বাজারের পশ্চিমে একটি ডোবা থেকে অঙ্গগুলো উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নাককাটি বাজার এলাকায় প্রকট দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় মানুষের অর্ধগলিত খ-িত দেহাংশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের মূল শরীর ছাড়া মাথা, দুই হাত ও একটি পা উদ্ধার করা হয়েছে। দিনাজপুরে জামাই স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বিরলে শ্বশুরবাড়ির সামনে থেকে বাবু ইসলাম (৩২) এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিরল ইউপির পূর্ব মহেশপুর মহসীন মেম্বার পাড়ায় নিহতের শ্বশুরবাড়ির সামনে থাকা একটি লিচুগাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় বাবুর লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবু ইসলাম বিরল উপজেলার ভা-ারা ইউপির রামপুর কামারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। নিহতের বড়ভাই রবিউল ইসলাম জানান, প্রায় ৩ বছর আগে পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল জলিলের কন্যা জেসমিন আরা (২৫) এর সঙ্গে বাবুর বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে বাবু স্ত্রীকে সঙ্গে রেখে ঢাকায় গার্মেন্টসে চাকরি করত।
×