ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর মিজান শোন এ্যারেস্ট

প্রকাশিত: ০৯:৩১, ২৩ অক্টোবর ২০১৯

কাউন্সিলর মিজান শোন এ্যারেস্ট

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২২ অক্টোবর ॥ ক্যাসিনো ব্যবসায়ী রাজধানীর মোহাম্মদপুরের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির করে গ্রেফতার (শোন এ্যারেষ্ট) দেখানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহ্ আহমদের আদালতে হাজির করে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। পরে তাকে পাঠানো হয় জেলা কারাগারে। বুধবার অস্ত্র আইনের মামলায় রিমান্ডের জন্য আবেদন করা হতে পারে। গত ১২ অক্টোবর সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। সাংবাদিকের রিমান্ড নামঞ্জুর স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মনির উদ্দিন আহমেদের রিমান্ড আবেদন নাঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আমিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা থানায় সোমবার দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিক মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। সাংবাদিক মনিরের পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন।
×