ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু ॥ বাবা-মা ও বোন আহত

প্রকাশিত: ০৯:২৮, ২০ অক্টোবর ২০১৯

চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু ॥ বাবা-মা ও বোন আহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ডবলমুরিং এলাকার মোল্লা পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশু প্রাণ হারিয়েছে। তার নাম মোঃ আশরাফুল (৫)। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে আহত হয়েছেন তার বাবা আমীর হোসেন (৪৫) ও মা খালেদা আক্তার (৩০) এবং তার বড় বোন তানিয়া (৭)। পুলিশ জানায়, শনিবার ভোরে আশরাফুলের ঘরে আগুনের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার পর আগুন ছড়িয়ে পড়লে আশরাফুল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। বর্তমানে চমেক হাসপাতালে তার বাবা-মা ও বড় বোনের চিকিৎসা চলছে। শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৯ অক্টোবর ॥ শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩ নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের তেঘড়িয়া গ্রামে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, তেঘড়িয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ফিরোজ ও মিরাজ দুই ভাই দুটি সামাজিক দলে বিভক্ত। সারুটিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর প্রতিনিধি ঝন্টু মাতব্বরের সামাজিক দলে রয়েছে মিরাজ ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের প্রতিনিধি শাফিক মাতব্বরের দলে রয়েছে তার ভাই ফিরোজ। শনিবার দুপুরে দুই ভায়ের মধ্যে পারিবারিক কলহের জের ধরে বাক্বিত-ার সৃষ্টি হয়। এরই সূত্র ধরে ঝন্টু ও শাফিক মাতব্বরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় উভয় পক্ষের লোকজন দেশীয় তৈরি ঢাল, সুড়কি, রামদা ও বল্লভ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রুমি, সোনিয়া, লতিফা, রুবেল, আব্দুল হাকিম, ইউনুস ও মিরাজসহ অন্তত ১০ জন আহত হয়।
×