ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরের জুতা যাচ্ছে ৩০ দেশে

প্রকাশিত: ১২:২৪, ১৮ অক্টোবর ২০১৯

লক্ষ্মীপুরের জুতা যাচ্ছে ৩০ দেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তৈরি জুতা যাচ্ছে বিশ্বের ৩০ টি দেশে। বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে এসব জুতা। যেখানে প্রত্যন্ত গ্রামের গ্রায় দেড় হাজার সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি ঘিরে উন্মুক্ত হয়েছে ওই উপজেলার অর্থনৈতিক সমৃদ্ধির পথ। এক সময়ের নোয়াখালী টেক্সটাইল মিলস বর্তমানে বেসরকারী মালিকানার বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ। ২০০৪ সালে মালিকানা হাতবদলের পর বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ নামে ২০১১ সালে উৎপাদনে আসে প্রতিষ্ঠানটি। যেখানে কর্মসংস্থান হয় প্রত্যন্ত গ্রামের প্রায় দেড় হাজার মানুষের। তাদের হাতে তৈরি চামড়ার জুতা ও স্যান্ডেল এখন রফতানি হচ্ছে বিদেশে। লক্ষ্মীপুর উপজেলার নারী কর্মসংস্থানের অগ্রগতিতেও প্রতিষ্ঠানটির রয়েছে বিশেষ ভূমিকা। এখানে কর্মরতদের এক হাজারের বেশি নারী। প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক জহিরুল ইসলাম চৌধুরী জানান, শ্রমিকদের বিভিন্ন সুযোগ, সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিশ্ববাজারে দেশের চামড়াজাত পণ্যের রফতানি কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির ভবিষ্যত নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা।
×