ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:৫৫, ৬ অক্টোবর ২০১৯

 চকরিয়ায় বৃদ্ধকে  কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে হাফেজ মাওলানা রুহুল আমিন নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মধ্যম কৈয়ারবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই এলাকার মৃত আমিন উল্লাহর পুত্র এবং কৈয়ারবিল মখজনুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তাকে বাঁচাতে নিহত রুহুল আমিনের বড় ভাই আমিনুর রশিদ এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়দের সহায়তায় মোহাম্মদ বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, হাফেজ রুহুল আমিনদের ভোগ দখলীয় এক খণ্ড জমির মালিকানা দাবি করে আসছিল একই এলাকার মৃত মোঃ শফির পুত্র বেলাল উদ্দিন। চকরিয়া থানার ওসি বলেন, কৈয়ারবিল এলাকায় জমির বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গাইবান্ধায় যুবকের মস্তকবিহীন লাশ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের গুয়ারভিটা জলদির মোড় এলাকা সংলগ্ন লিচু বাগান থেকে শনিবার সকালে দুলামিয়া (৩৫) নামে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত দুলামিয়া ওই গ্রামের এমারত উল্লাহর ছেলে। দুলা মিয়া একজন কাঁচামাল ব্যবসায়ী। স্থানীয়রা জানায়, দুলা মিয়া শুক্রবার রাতে বাড়ির পার্শ্ববর্তী বিলে একাই মাছ ধরতে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফেরেনি। পরদিন সকালে বিলের পাশে লিচু বাগানে দুলামিয়ার মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
×