ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেধাবীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৮:৫৩, ৬ অক্টোবর ২০১৯

 মেধাবীদের বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ অক্টোবর ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ছাত্রছাত্রীদের পাঠ্যবইয়ের বাইরে ‘আউট’ বইও পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বই পড়ার কোন বিকল্প নেই। কল্পনা না থাকলে মানুষ কখনও বড় হতে পারে না। আর বই পড়লে সেই কল্পনার জগৎ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের সব ধরনের বই পড়তে হবে। শনিবার গাইবান্ধার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইনে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা আয়োজিত মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পীকার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতী শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
×