ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বগুড়া মেডিক্যাল কলেজ সংযোগ সড়ক নির্মাণে অচলাবস্থা কাটছে

প্রকাশিত: ০৯:৩০, ২ অক্টোবর ২০১৯

বগুড়া মেডিক্যাল কলেজ সংযোগ সড়ক নির্মাণে অচলাবস্থা কাটছে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া শহর থেকে বগুড়া মেডিক্যাল কলেজ সংযোগ সড়কের নির্মাণে দীর্ঘদিনের অচলাবস্থা কাটছে। শীঘ্রই এই আলোচিত ও বহুল প্রত্যাশিত প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। নতুন করে নেয়া প্রায় ১৮শ’ মিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণের বেশির ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি মাসেই এর দরপত্র আহ্বান করা হচ্ছে। তবে প্রায় ১০৫ কোটি টাকার এই প্রকল্পগ্রহণের এক বছরের মধ্যে এর ব্যয় বাড়ছে প্রায় ৪৩ কোটি টাকা। ভূমি অধিগ্রহণে ভূমির মালিকদের ৩ গুণ টাকা ক্ষতিপূরণ দেয়ার সরকারী সিদ্ধান্তে প্রকল্পের ব্যয় বাড়ছে বলে এর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) জানিয়েছে। ভূমি অধিগ্রহণ বাবদ টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় এই প্রকল্প ব্যয় দাঁড়াবে প্রায় ১৪৮ কোটি টাকা। এ কারণে সংশোধিত প্রকল্প দাখিলের প্রক্রিয়া চলছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে (সংশোধিতসহ) ভূমি অধিগ্রহণ জন্য ব্যয় হবে ১২৮ কোটি টাকা। শহরের মোহাম্মদ আলী হাসপাতালের পাশ দিয়ে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক প্রকল্পটি বগুড়ার অন্যতম আলোচিত প্রকল্প। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালটি বগুড়া বাইপাস সড়কের পাশে অবস্থিত হওয়ায় শহরের লোকজনকে কয়েক কিলোমিটার ঘুরে রোগীদের সেখানে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া যানজট তো রয়েছে। একারণে সংযোগ সড়কটি বগুড়াবাসীর নিকট গুরুত্বপূর্ণ। আগামী ৩ মাসের মধ্যে বহুল আলোচিত এই সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হবে বলে সওজ আশা করছে। মূলত নতুন করে নেয়া এই প্রকল্পের প্রথম পর্যায়ে ১২শ মিটার এবং পরবর্তী ধাপে বাকি অংশের কাজ করা হবে। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আর কোন জটিলতা না থাকলে নির্ধারিত সময়ে কাজ শুরু ও শেষ হবে বলে সওজ বগুড়ার নির্বাহী প্রকোৗশলী জানিয়েছেন।
×