ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে সড়কে ফাটল ॥ ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রকাশিত: ০৯:২৯, ২ অক্টোবর ২০১৯

বাঁশখালীতে সড়কে ফাটল ॥ ঝুঁকি নিয়ে যান চলাচল

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১ অক্টোবর ॥ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির মিয়াজীর বাজার এলাকায় খাল খননের ফলে ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কে ফাটল দেখা দিয়েছে। এ সড়ক দিয়ে বর্তমানে ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করছে। ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের গোলাম আলী মুন্সির খালটি গত জুন মাসে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের মাধ্যমে ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়। খাল খনন কাজ শুরুর কিছুদিন যেতে না যেতেই স্থানীয় লোকজনের জমি থেকে মাটি খনন করায় বাধার মুখে পড়ে। এছাড়াও ঠিকাদারের লোকজন স্কেভেটর দিয়ে খাল থেকে মাটি খননের সময় ছলিমা বাপের পুল থেকে বশির উল্লাহ মিয়াজীর বাজার সড়কের বিভিন্ন স্থানে খাল খনন করতে গিয়ে সড়কটিতে ফাটল দেখা দিয়েছে। সোমবার দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালী প্রধান সড়ক থেকে বাহারছড়ায় যাতায়াত জনগুরুত্বপূর্ণ এক অভ্যন্তরীণ সড়ক বশির মিয়াজী বাজার সড়ক। এই সড়ক প্রতিদিন অর্ধ লক্ষাধিক মানুষ বাহারছড়া হতে উপজেলা সদরসহ চট্টগ্রাম শহরে এবং বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। বাগেরহাটে আওয়ামী লীগের দুই নেতা হত্যার দ্রুত বিচার দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ শুকুরের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন নিহত আওয়ামী লীগ নেতা আনছার আলী দিহিদারের ছেলে মেহেদী হাসান শাওন, মেয়ে সাবরিনা আফরিন সুমি, স্ত্রী মঞ্জ বেগম, নিহত শেখ শুকুরের ভাই শেখ ফারুক হোসেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান কিসলুর রহমান, ইউপি সদস্য হায়দার আলী বেগ, আকন হাবিবুর রহমান প্রমুখ।
×