ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বড় পর্দার স্বপ্নে নাদমি

প্রকাশিত: ১২:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বড় পর্দার স্বপ্নে নাদমি

ছোটপর্দার অভিনয়শিল্পী এ কে নাদিম। ২০১৭ ইমরাউল রাফাত পরিচালিত ধারাবাহিক নাটক কলিংবেলের মাধ্যমে অভিনয় জগতে পথচলা। সেই সময়ে পড়াশোনার পাশাপাশি সময় করে শোবিজে মাঝে মধ্যে কাজ করতেন। রাহাত রহমানের পরিচালনায় প্রাণ হজম ক্যান্ডির বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। এই বিজ্ঞাপনের মাধ্যমেই রাতারাতি বেশ পরিচিতি পান নাদিম। বলেন, বিজ্ঞাপনটি প্রচারের পর সবার কাছে থেকে প্রশংসা পাই এবং রাতারাতি পরিচিতি লাভ করি। কাজের পরিধিও বাড়তে থাকে। পড়াশোনার ব্যস্ততা যখন একটু কম ছিল তখন পরিচয় হয় মুশফিক আর ফারহান ভাইয়ের সঙ্গে। তার মাধ্যমে কিছু কাজ করি। তার মধ্যে ‘পিয়ন, ৫ হাজার টাকা’, ‘হ্যাপিনেস ইজ শেয়ারিং’ শর্টফিল্মগুলো ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হয়ে গেলে তখন চেনা জানার পরিধি আরও বাড়তে থাকে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। দর্শকদের রেসপন্স কাজ করতে অনুপ্রেরিত করে। গত ঈদে নাদিম সর্বাধিক নাটকে অভিনয় করেছেন। নাদিম কমেডি কিংবা নেগেটিভ চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ বিষয়ে নাদিম বলেন, সব চরিত্রই আমার কাছে গুরুত্বপূর্ণ। নিজের সাধ্যমতো সবটুকু দিয়ে অভিনয় করার চেষ্টা করি। তবে কমেডি কিংবা নেগেটিভ চরিত্রে কাজ করলে রেসপন্স ভাল পাই নিজেও কাজ করে তৃপ্তি পাই। এখন ভাল মন্দ বিচার করার দায়িত্ব দর্শকদের। ছোট বেলা থেকে যাদের অভিনয় দেখে বড় হয়েছি আজ তাদের সঙ্গে কাজ করছি এইটা অনেক বড় বিষয় আমার কাছে। প্রথম দিকে অনেক নার্ভাস হয়েছিলাম কিন্তু সিনিয়ররা অভিনয়ে অনেক সাহায্য করেছে, বিশেষ করে মাবরুর রশিদ বান্নাহ ভাই, মোশাররফ ভাই, আখম হাসান ভাই মুশফিক আর ফারহান ও সৈয়দ জামান শওন ভাইদের প্রতি কৃতজ্ঞতা। কারণ তারা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আমি পুরোপুরি অভিনয় এখনও শিখে উঠতে পারিনি। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করছি আশা করি ভবিষ্যতে আরও ভাল কিছু দর্শকদের উপহার দিতে পারব। নাদিম স্বপ্ন দেখেন বড়পর্দায় কাজ করার। ইতোমধ্যে একটি কাজ করলেও এখন নিয়মিত বড়পর্দায় কাজ করবেন। আমি দুই জায়গায় কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করছি। বড়পর্দায় কাজ করার আগ্রহ এবং কনফিডেন্ট দুটোই এখন তৈরি হয়েছে। সুযোগ মিলে গেলে বড়পর্দায় কাজ করতে চাই। পরিচালকরা যদি মনে করেন আমি বড়পর্দায় কাজ করার যোগ্য তবে সুযোগ পেলে আমি সেটার প্রমাণ দেয়ার চেষ্টা করব আমার কাজের মাধ্যমে। -বললেন নাদিম। আনন্দকণ্ঠ ডেস্ক
×