ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংখ্যায় নয় মানে এগিয়ে

প্রকাশিত: ১২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

সংখ্যায় নয় মানে এগিয়ে

সঞ্জয় দত্ত, মনীষা কৈরালা, জ্যাকি ¯্রফ, চাঙ্কি পান্ডের মতো এক ঝাঁক পুরনো জনপ্রিয় সুপারস্টারের সঙ্গে নতুন প্রজন্মের অভিনেত্রী আমায়রা দাস্তুরকে দেখা গেছে হালে মুক্তিপ্রাপ্ত ‘প্রশাস্থানাম’ ছবিতে। আমেরিকা প্রবাসী ভারতীয় তরুণী গুঞ্জন চরিত্রে অভিনয় করেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। গুঞ্জন তার পলিটিক্যাল থিসিসের কাজ করতে ভারতে এসে পরিচিত হয় বিখ্যাত এক রাজনৈতিক পরিবারের সন্তান আয়ুষ্মানের সঙ্গে। তার সংস্পর্শে এসে মেয়েটি রাজনৈতিক অঙ্গনের সদর অন্দরের নানা জানা-অজানা বিষয় জানতে পারে ধীরে ধীরে। তার সামনে উন্মোচিত হয় নতুন এক জগত। ‘গুঞ্জন’ চরিত্রে অভিনয়ের সুযোগ লাভ নতুন প্রজন্মের অভিনেত্রী আমায়রা দাস্তুরের ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেছে বৈকি। ২০১৩ সাল থেকে বলিউডে আছেন তিনি। দখিনী তামিল তেলেগু সিনেমাতেও কাজ করে যাচ্ছেন। এ যাবত তার অভিনীত ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। অল্প কিছুদিন আগে তাকে দেখা গেছে কঙ্গনা রানাওত-রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ছয় বছর আগে ‘ইশাক’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল আমায়রার। প্রথম অভিনীত সিনেমায় তার পর্দা উপস্থিতি দর্শক সমালোচকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিল। রোমান্টিক ধাঁচের ছবিটিতে তার বিপরীতে নায়ক ছিলেন প্রতীক বাব্বর। বক্স অফিসে কোনভাবেই সাড়া জাগাতে পারেনি আমায়রা অভিনীত প্রথম সিনেমা। তবে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হেসেব নিজেকে পরিচিত করতে সক্ষম হন। তিনি সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের আগে মাত্র ১৬ বছর বয়সে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এই পার্সিকন্যা। বেশ কয়েকটি জনপ্রিয় আলোচিত এ্যাডে মডেল হিসেবে সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেন তিনি। ৬ বছরে মাত্র ১১টি সিনেমায় তাকে দেখা গেছে। সময়ের হিসেবে আমায়রা অভিনীত ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে এ নিয়ে কোন হাপিত্যেশ কিংবা আক্ষেপ নেই তার। ‘আমি ধীরে সুস্থে পথ চলছি আমি দ্রুত হুটহাট করে এগোতে চাই না, আমি কোয়ালিটিতে বিশ্বাসী অযথা কোয়ালিটি বাড়াতে চাই না, মান ধরে রাখতে চাই আমার সব কাজে, বলেন তিনি। নিজের কাজ সম্পর্কে বলতে গিয়ে আমায়রা দাস্তুর বলেন, ‘আমি এখন বেশ ভাল ভাল সুযোগ পাচ্ছি। আমার বর্তমান কাজ নিয়ে বেশ সন্তুষ্ট আমি। যে ধরনের সুযোগ পাচ্ছি তা সঙ্গে সঙ্গে লুফে নিচ্ছি। ‘প্রশাস্থানাম’ ছবিটির কথাই বলা যায় এ প্রসঙ্গে। এ ছবিতে আমি সঞ্জয় দত্ত, মনীষা কৈরালা, জ্যাকি ¯্রফ, চাঙ্কি পান্ডেদের মতো নামী-দামী বিখ্যাত শিল্পীদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। যখন এ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই প্রথমে আমি শিহরিত হয়েছিলাম। এক সঙ্গে এতজন নামী-দামী তারকার পাশে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস করলেও ধীরে ধীরে একসময় মানিয়ে নিয়েছিলেন আমায়রা। টান টান উত্তেজনাপূর্ণ নাটকীয় গল্পের সিনেমা ‘প্রশাস্থানাম’ তার অভিনয় জীবনে উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন। ‘মিস্টার এক্স’, ‘কালাকান্দি’, ‘রাজমা চাওল’, ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ প্রভৃতি ছবিতে তার উপস্থিতি দর্শক সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেছে। এবার ‘প্রশাস্থানাম’ তাকে আরও অনেকটা এগিয়ে দেবে। ‘কুংফু ইয়োগা’র মতো আন্তর্জাতিক সিনেমাতেও কাজ করেছেন তিনি। দখিনী সিনেমায় তার পদচারণা চোখে পড়ার মতো। সেখানেও নিজের জন্য আলাদা একটি অবস্থান গড়ে নিয়েছেন ইতোমধ্যে। বর্তমানে ‘মেড ইন চায়না’ ছবির কাজ করছেন আমায়রা দাস্তুর। এ ছবিতে আরেক বলিউডি পার্সি অভিনেতা বোমান ইরানীও আছেন। এক সঙ্গে আরেক পার্সি অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। ‘মেড ইন চায়না’ ছবিতে এক রাগি মেজাজি গুজরাটি তরুণীর ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছাড়াও ‘কোই জানে না’ ছবিতে অভিনয় করছেন তিনি। এ ছবিটি আগামী বছর মুক্তি পাবে। কিছুদিন আগে তরুণ গায়ক সুরকার জায়েদিনের নতুন গানের ভিডিওতে আমায়রা দাস্তুরকে এক সঙ্গে দেখা গেছে। মিউজিক ভিডিওটি এর মধ্যেই বেশ সাড়া জাগিয়েছে দর্শক-শ্রোতা মহলে। এখানে গায়ক জায়েদিনের সঙ্গে তার রসায়নও বেশ জমেছে। আমার সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে জায়েদিনও বেশ উচ্ছ্বসিত। ওদিকে অনেক এ্যাডে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। তিনি জায়েদিনের ‘তেরে বিনা’ মিউজিক ভিডিওর একজন পারফর্মার হিসেবে দর্শকদের সামনে উপস্থিত হওয়ার ব্যাপারটিকে নতুন এক চমৎকার অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন সাম্প্রতিক এক সাক্ষাতকারে এমনটাই বললেন।
×