ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুল হ্যান্ডবলের শিরোপা ভিকারুননিসা ও সানিডেলের

প্রকাশিত: ১২:২৩, ২৬ সেপ্টেম্বর ২০১৯

স্কুল হ্যান্ডবলের শিরোপা ভিকারুননিসা ও সানিডেলের

স্পোর্টস রিপোর্টার ॥ পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শেষ হয়েছে। এতে বালিকা বিভাগে ভিকারুননিসা নূন এবং বালক বিভাগে সানিডেল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকাদের ফাইনালে ভিকারুননিসা নূন ৯-৪ গোলে সানিডেলকে এবং বালক বিভাগে সানিডেল ২৮-১৯ গোলে রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে হারায়। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালক বিভাগে সেন্ট গ্রেগরি ২১-১৪ গোলে শহীদ পুলিশ স্মৃতি স্কুলকে এবং বালিকা বিভাগে কদমতলা পূর্ব বাসাবো স্কুল ৯-৬ গোলে স্কলাসটিকাকে (উত্তরা) হারায়। সেরা খেলোয়াড় হয় বালক বিভাগে সানিডেলের ইরফান জায়েদ এবং বালিকা বিভাগে ভিকারুননিসার ফাহমিদা হালিম লামিয়া। এ নিয়ে ভিকারুননিসা ১৮ বার এবং সানিডেল হ্যাটিট্রিক চ্যাম্পিয়ন হলো স্কুল হ্যান্ডবলে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন শাহ মাসুদ ইমাম (সিওও, ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল। আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এসএম খালেকুজ্জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বালক বিভাগের সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের সম্পাদক পারভিন পুতুল প্রমুখ।
×