ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খুলনায় বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:৩১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

খুলনায় বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও সরকার উৎখাতের ঘোষণা দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে খুলনায় দায়েরকৃত মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী সোমবার মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। বুধবার মহানগর হাকিম মোঃ শাহীদুল ইসলাম মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে উল্লেখ করে গত সোমবার দুদুর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেন। বরিশালে ১০ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের সামনে ফকিরের হাট বাজারে মঙ্গলবার গভীররাতে অগ্নিকা-ে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ীরা জানান, ভোর রাতে আকস্মিক বাজারের নজরুল ইসলামের মুদি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান পার্শ্ববর্তী লোকমান, হাবিব, জসিম এবং জাহাঙ্গীরের মুদি দোকানে ছড়িয়ে পড়ে।
×