ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৈর্ব্যক্তিক পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৯:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৯

 নৈর্ব্যক্তিক পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (এমসি কিউ) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় ৩৪ হাজার ২০০ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেয়া ফলাফলে এমসিকিউ পরীক্ষায় মোট ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হন। ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০১৮ সালের ৪ জুন দেয়া ফলাফলে লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
×