ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতরে আলোচনা সভা আজ

প্রকাশিত: ০৯:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 বিশ্ব ওজোন দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতরে আলোচনা সভা আজ

পৃথিবীর বায়ুমন্ডলের উপরিভাগে স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তর যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ধরে রাখছে তা মানুষের সৃষ্ট কিচু ক্ষতিকর গ্যাস/দ্রব্য যেমন সিএফসি, হ্যালন, কার্বন টেট্টাক্লোরাইড, মিথাইল ব্রোমাইড ইত্যাদি দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে অতিবেগুনি রশ্মির আপতন বৃদ্ধির ফলে মানবস্বাস্থ্যগত প্রাণীজগত ও উদ্ভিদ জগতের ব্যাপক ক্ষতি সাধিত হবে। বেড়ে যাবে ক্যান্সার, হ্রাস পাবে শস্যের ফলন, ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক প্রাণসম্পদ। এ পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচী ও বিজ্ঞানীদের সময়োচিত তৎপরতায় ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ কানাডার মন্ট্রিলে ওজোন স্তর রক্ষায় একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় যা ‘মন্ট্রিল প্রটোকল’ নামে খ্যাত। এই প্রটোকলের আওতায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যসমূহের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। ওজোন স্তর রক্ষাকল্পে ও ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যের বিকল্প ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে এবং জনসাধারণের মধ্যে ওজোন স্তরের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ কর্তৃক প্রতিবছর ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচী এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘32 Years and Healing’ যার ভাবার্থ করা হয়েছে ‘মন্ট্রিল প্রটোকল : ওজোন স্তর সুরক্ষার ৩২ বছর’। বিশ্ব ওজোন দিবস উদ্্যাপন উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবতন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিবেশ অধিদফতর জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এর মধ্যে প্রধান কয়েকটি হলো- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রী এবং সচিবের বাণী সংবলিত বিশেষ ক্রোড়পত্র জাতীয় দৈনিকে প্রকাশ, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন, ইলেকট্রনিক মিডিয়া ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান, পরিবেশ অধিদফতর ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন এবং বিশ্ব ওজোন দিবস ২০১৯ উদ্্যাপন উপলক্ষে পরিবেশ অধিদফতরের অডিটোরিমে ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। -বিজ্ঞপ্তি
×