ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজহংস এসেছে

প্রকাশিত: ১১:১৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯

রাজহংস এসেছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ঢাকায় অবতরণ করেছে বিমানের সর্বশেষ ড্রিমলাইনার রাজহংস। দীর্ঘ পনেরো ঘণ্টার ফ্লাইট শেষে শনিবার বিকেল সাড়ে চারটায় এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় রাজহংসকে ওয়াটার ক্যানন দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ফারাহাত জামিলসহ অন্য কর্তারা। এর আগে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর বেলা ১২টায় এটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। তার আগে লাল ফিতা কেটে নতুন ড্রিমলাইনারের যাত্রার উদ্বোধন হয়। এই ফ্লাইটটি পরিচালনা করেন বিমানের পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ক্যাপ্টেন সরওয়ার, ফার্স্ট অফিসার জামিল ও আতিয়াব। বিরতিহীনভাবে ১৫ ঘণ্টা চালিয়ে এই ড্রিমলাইনার নিয়ে আসেন তারা। এর আগে মালিকানা হস্তান্তর অনুষ্ঠান হয়। বিমানকে উড়োজাহাজের মালিকানায় হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্ট্রাক্ট) জন বর্বার। বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট এ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মোঃ মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড্রিমলাইনারে আসন সংখ্যা মোট ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসের ২৪টি আসন ১৮০ ডিগ্রী পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় এটি যাত্রীদের আরামদায়ক বিশ্রামের জন্য সহায়ক। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কেনার জন্য ২ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি করে। ইতোমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে। চতুর্থ ও শেষটি অবতরণ করে আজ। এর মধ্য দিয়েই শেষ হলো বিমানের ইতিহাসে বৃহত্তম এই চুক্তির বাস্তবায়ন।
×