ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাব্য সঙ্কটে পঞ্চদশ স্প্যান বসাতে বিলম্ব

প্রকাশিত: ১০:২০, ১৪ সেপ্টেম্বর ২০১৯

নাব্য সঙ্কটে পঞ্চদশ স্প্যান বসাতে বিলম্ব

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ বর্ষার পানি নেমে যাচ্ছে। তবে রেখে যাচ্ছে ব্যাপক পলি। পদ্মা সেতুর মাঝেরচর চ্যানেলে সমানে পলি জমে পানির নিচে পড়েছে বিশাল চর। উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজারে রাত-দিন পলি অপসারণের কাজ চলছে। পলি অপসারণের পরই পঞ্চদশ স্প্যান বসানোর কাজ শুরু হবে। সকল প্রস্তুতি সম্পন্ন থাকার পরও শুধু নাব্য সঙ্কটের কারণে স্প্যান বসতে বিলম্ব হচ্ছে। কারণ ৩৬০০ টন ধারণ ক্ষমতার স্প্যান বহনকারী জাহাজটি খুঁটির কাছে আনা যাচ্ছে না। তাই স্প্যান বসানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে পদ্মা সেতুর দুই প্রান্তে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত থানা দুটি এখনও চালু করা যায়নি। এক একর জমির ওপর নির্মিত দু’পাড়ে চার তথা বিশিষ্ট দুটি নান্দনিক ভবন তৈরি করা হয়েছে। ছয়তলা ফাউন্ডেশনের এই ভবন দুটিতে ভবিষ্যতে আরও দু’তলা এক্সটেনশনের সুযোগ থাকবে। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন গত জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভবন দুটি হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন দুটি গ্রহণ করে বিদ্যুত সংযোগ নিয়ে তাদের নিয়ন্ত্রণে তদারকি করছে। তবে শুধু জনবলের অনুমোদন না পাওয়ার কারণে থানা দুটি চালু করা যাচ্ছে না। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের থানাটির নাম হবে পদ্মা সেতুর উত্তর থানা আর জাজিরা প্রান্তের থানাটির নাম হবে দক্ষিণ থানা।
×