ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসসিবি ও এইচএসবিসির প্রস্তাব

পিডিবির জন্য ৫শ’ মিলিয়ন ডলারের বন্ড সংগ্রহের আগ্রহ

প্রকাশিত: ১০:১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৯

পিডিবির জন্য ৫শ’ মিলিয়ন ডলারের বন্ড সংগ্রহের আগ্রহ

রশীদ মামুন ॥ আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) জন্য ৫০০ মিলিয়ন ডলারের বন্ড সংগ্রহ করে দেয়ার আগ্রহ প্রকাশ করেছে এসসিবি ও এইচএসবিসি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং হংকং এ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) সম্প্রতি বিদ্যুত বিভাগকে এই প্রস্তাব দিয়েছে। বিদ্যুত খাত উন্নয়ন করতে সরকার বন্ড মার্কেট থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। এর আগে দেশীয় ব্যাংকগুলোকে আহ্বান জানালে দুটি বিদ্যুত কোম্পানির কাছ থেকে বন্ড কেনে তারা। সংশ্লিষ্টরা বলছেন দেশে বিনিয়োগের বিকল্প জায়গা হতে পারে বন্ড মার্কেট। সাধারণ মানুষের বন্ড মার্কেটে বিনিয়োগ করার সুযোগ থাকলে শেয়ার বাজারের প্রতি নির্ভরশীলতা কমে আসবে। বিদ্যুত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন বড় যে কোন প্রকল্প নির্মাণের জন্য ২০ থেকে ৩০ শতাংশ মূলধনী বিনিয়োগের প্রয়োজন হয়। মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুত জ্বালানি খাতের কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে সরকারের দিকে তাকিয়ে থাকে। সরকারী কোম্পানি হলেও বিদ্যুত এবং জ্বালানি বিভাগের সব কোম্পানিই লাভজনক। সঙ্গত কারণে এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে অর্থ খোয়া যাওয়ার কোন আশঙ্কাও নেই। এখন সরকার বিদ্যুত খাতের অবকাঠামো উন্নয়নের জন্য বন্ড মার্কেট থেকে অর্থসংস্থানের কথা বললেও তা নির্দিষ্ট করে রেখেছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই। গত বছর দুটি সরকারী বিদ্যুত কোম্পানি এক হাজার ৩৮৫ কোটি টাকার বন্ড বাজারে ছেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন বন্ড মার্কেট বিকল্প বিনিয়োগের জায়গা হতে পারে। দেশে এখন সাধারণ বিনিয়োগকারীদের ব্যাংক, সঞ্চয়পত্র এবং শেয়ার বাজারের দিকে তাকিয়ে থাকতে হয়। এরমধ্যে শেয়ার বাজারে অর্থ খোয়া যাওয়ার ভয়ে থাকেন বিনিয়োগকারীরা। সঞ্চয়পত্রেও একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এছাড়া ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেই বেছে নেন বিনিয়োগকারীরা। কিন্তু সরাসারি কোন সরকারী প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ নেই সাধারণ মানুষের। সরকার প্রকল্পগুলোর বিপরীতে বন্ড ছাড়লে সেই সুযোগ তৈরি হতে পারে। এসসিবির নির্বাহী পরিচালক এবং পুঁজিবাজার (প্রধান) মোঃ মারুফ উর রহমান মজুমদার এবং এইচএসবিসি সরকারী অবকাঠামো উন্নয়ন বিষয়ক কান্ট্রি হেড মাহমুদ হোসাইন যৌথভাবে দেয়া এক প্রস্তাবে বলছে পিডিবির জন্য তারা ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহ করে দিতে ইচ্ছুক। যার পুরোটা আসবে আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে। চিঠিতে উল্লেখ করা হয় ২০১৭ সালের ২৬ নবেম্বর বিদ্যুত বিভাগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুত খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, ওই বৈঠকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সঙ্গে যৌথভাবে এসসিবি এবং এইচএসবিসি কে পিডিবির আন্তর্জাতিক ইস্যু করার জন্য বলা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে এসবিসি এবং এইচএসবিসি গত বছরের শুরুর দিকে আইসিবিকে একটি প্রস্তাবও দেয়। সম্প্রতি সেই প্রস্তাবটি আরও সময় উপযোগী করে দেয়ার আগ্রহ জানিয়েছে ব্যাংক দুটি। বিদ্যুত বিভাগের এক কর্মকর্তা বলেন, বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা সম্ভব হলে বিদ্যুত খাতের অর্থ সঙ্কট কাটতে পারে। ভবিষ্যতে বিদ্যুত খাতের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। সরকার চাইছে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা উন্নয়ন করতে। সবকিছু মিলিয়ে দীর্ঘ মেয়াদী উন্নয়নে ৭৫ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু বিশাল এই অর্থ কিভাবে সংস্থান হবে সে বিষয়ে কোন চিন্তা করা হয়নি। সঙ্গত কারণে বিকল্প সব উৎস থেকে বিনিয়োগ সংস্থানের চেষ্টা করতে হবে। প্রসঙ্গত এখন সরকার বিদ্যুত খাতের অর্থায়নের সঙ্কট মেটাতে যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন করছে। এতে করে যেসব দেশের সঙ্গে যৌথ অংশীদারিত্বে প্রকল্প নির্মাণ করা হচ্ছে সেইসব দেশ প্রকল্পের অর্ধেক মালিকানাও পেয়ে যাচ্ছে। অন্যকোন বিকল্প উৎস থেকে অর্থায়নের সংস্থান করা সম্ভব হলে প্রকল্পগুলোর মালিকানা রাষ্ট্রের হাতেই থাকত।
×