ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে সাবেক প্যানেল মেয়রের স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৮:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 সৈয়দপুরে সাবেক প্যানেল  মেয়রের স্ত্রীকে জবাই  করে হত্যার চেষ্টা

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৩ সেপ্টেম্বর ॥ সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভলুর স্ত্রী সুরভী ইসলাম চৌধুরী পপিকে (৩৫) জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার ভোর রাত পৌনে ৩টার দিকে শহরের ২নং ওয়ার্ডের গোলাহাটস্থ বাসভবনে ওই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পপি জানায়, বাড়ির পাশে অবাঙালী ক্যাম্প সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারের বাসিন্দা মুন্নার ছেলে জীবন (১৭) ও মৃত সাগিরের ছেলে রাজা (১৮) এ বাড়ির অন্যান্য সদস্যদের মতো যাতায়াত করে। অতি সুপরিচিত। ঘটনার দিন রাত আড়াইটার দিকে বৃষ্টি পড়ছিল। এ সময় বাড়িতে প্রবেশ করে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করে। এ সময় তাদের বাড়িতে যেতে বলি। পরে সোফায় বসা অবস্থায় কোন কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে মাথা টেনে গলা ও হাত চেপে গলায় ছুরি চালায়। কোন রকম উঠে চেঁচামেচি করলে তারা পালিয়ে যায়। এ সময় তারা বলে অনেক টাকার বিনিময়ে এ কাজ করলাম। ঘটনার প্রত্যক্ষদর্শী পপির ছোট মেয়ে তাসফিয়া লাবিবা চৌধুরী অদ্রি (৭) জানায়, আমার মায়ের চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে আমি দেখি দুইজন মায়ের গলা কাটছে। তখন মায়ের সঙ্গে আমিও চিৎকার করলে তারা পালিয়ে যায়। পপির স্বামী হিটলার চৌধুরী বলেন, বাড়ির পাশের এ দুই যুবককে অত্যন্ত আপন ভাবতাম। তাদের পরিবারসহ এ বাড়িতে যাতায়াত ও শ্রদ্ধা করত আমাদের। তাই সংসারের অনেক কাজে সহযোগিতা করত। তারা যে এ জঘন্য ঘটনা ঘটাবে এটি অকল্পনীয়। তবে এখানে অনেক বড় চক্রান্তকারী দল কাজ করছে আমার বিরুদ্ধে। এ ঘটনা তাদের পরিকল্পনারই অংশ। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
×