ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

পঞ্চগড়ে ৬ দফা দাবিতে চা চাষীদের বিক্ষোভ, ডিসি অফিস ঘেরাও

প্রকাশিত: ১১:১৬, ৬ সেপ্টেম্বর ২০১৯

পঞ্চগড়ে ৬ দফা দাবিতে চা চাষীদের বিক্ষোভ, ডিসি অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বিদেশ থেকে চা আমদানিতে নিরুৎসাহিত, ভারতের অসম ও ত্রিপুরার সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে চা (মেড টি) পাচার বন্ধ করা, কাঁচা চাপাতার ন্যায্যমূল্য নিশ্চিত, পঞ্চগড়ে সরকারীভাবে চা কারখানা স্থাপন এবং পঞ্চগড়ে চায়ের অকশন মার্কেট চালুসহ ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও করে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলার ক্ষুদ্র চা চাষীরা এই কর্মসূচী পালন করেন। বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের উন্মুক্ত মঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আবদুুল লতিফ তারিন, পঞ্চগড় চেম্বার অব কমার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান শেখ, এ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক, বশিরুল আলম প্রধান, কাজী আনিছুর রহমানসহ চা চাষীরা বক্তব্য রাখেন। চা চাষীরা বক্তব্যে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করবেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জেলা প্রশাসক অফিস ঘেরাও করা হয়। এ সময় ক্ষুব্ধ চা চাষীরা সরকার নির্ধারিত দর না মেনে সিন্ডিকেট করে চা কারখানা মালিকদের প্রতি কেজি কাঁচা চাপাতার ওজনে শতকরা ২৫ থেকে ৪০ ভাগ পাতা কর্তন ও কাঁচা চাপাতার দর কমিয়ে দেয়ার প্রতিবাদ করেন এবং সিন্ডিকেটকারী কারখানা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে তারা ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করে।
×