ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টেক হোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক আজ

প্রকাশিত: ১০:৪৬, ৫ সেপ্টেম্বর ২০১৯

 স্টেক হোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক আজ

স্টেকহোল্ডার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর নেতৃবৃন্দের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আলোচনায় বসবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ রুলসের সংশোধনী ও চলমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর সংশোধনীর বিষয়ে স্টেকহোল্ডাররা মতামত তুলে ধরবেন। তবে এরইমধ্যে আইনটির সংশোধনীর বিষয়ে তারা তাদের প্রস্তাব জমা দিয়েছেন। জানা গেছে, বৈঠকে আইনের সংশোধনীর পাশাপাশি শেয়ারবাজারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এতে শেয়ারবাজারের চলমান মন্দাবস্থার কারণ কি ও তার সমাধানের জন্য করণীয় বিষয়টি গুরুত্ব পাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×