ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ৫০ কোটি টাকার সাপের বিষসহ পল্লীচিকিৎসক আটক

প্রকাশিত: ১০:০৪, ২ সেপ্টেম্বর ২০১৯

 দিনাজপুরে ৫০ কোটি টাকার সাপের বিষসহ পল্লীচিকিৎসক আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ রুহুল আমীন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে। রবিবার বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানার উপশহর ১০নং ব্লক নিজ চেম্বার থেকে এই সাপের বিষসহ পল্লী চিকিৎসককে আটক করা হয়। আটক পল্লী চিকিৎসক রুহুল আমীন জেলার বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে। র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ১০নং ব্লকের পল্লী চিকিৎসক রুহুল আমীনের চেম্বারে অভিযান চালায়। এ সময় তার চেম্বার থেকে অবৈধভাবে আমদানিকৃত বাক্সবন্দী অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষ যার ওপরে COBRA S.P MADE IN FRANCE লিখিত ছয়টি জার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এ সময় রুহুল আমীনকে র‌্যাব সদস্যরা আটক করে।
×