ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিটিআরসির দ্বিগুণ মুনাফা

প্রকাশিত: ১১:২৮, ৩০ আগস্ট ২০১৯

বিটিআরসির দ্বিগুণ মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৮-১৯ অর্থবছরে লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি আয় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই সময়ে বিটিআরসির আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২৫ কোটি টাকা। কিন্তু প্রতিষ্ঠানটি আয় করেছে ৬ হাজার ৭৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা চেয়ে দ্বিগুণেরও বেশি। ‘সরকারী কোষাগারে জমার পরিমাণ’ বিষয়ে একটি প্রতিবেদন গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় অর্থ বিভাগ। এ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে বিটিআরসির উদ্বৃত্ত (ব্যবসায়িক আয়) আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২৫ কোটি টাকা। তবে এ সময়ে সংস্থাটি আয় করেছে ৬ হাজার ৭৩ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বিটিআরসির সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ১৭০ কোটি টাকা। তবে ওই বছরে সংস্থাটি আয় করে ৩ হাজার ২৪৬ কোটি টাকা। আন্তর্জাতিক কল, মোবাইল কল থেকে আয়ের ভাগ, তরঙ্গের নিলাম, টেলিকম লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি, বিলম্ব ফি, স্যাটেলাইট টেলিভিশনের ডাউনলিংক চার্জসহ এ ধরনের আরও কিছু খাত থেকেই মূলত বিটিআরসি আয় করে থাকে। কমিশন সূত্র জানায়, বিটিআরসির আয়ের একটি বড় উৎস হলো তরঙ্গের নিলাম। ২০১৮ সালে ফোর-জি তরঙ্গের নিলাম এবং প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা বিক্রি করে ভ্যাটসহ পাঁচ হাজার ২৮৯ কোটি টাকা আয় করেছে সংস্থাটি। আরও একটি বড় উৎস হলোÑ আন্তর্জাতিক কল। প্রতিটি আন্তর্জাতিক কলের আয় থেকে রাজস্ব ভাগাভাগি বাবদ ৪০ শতাংশ অর্থ পায় বিটিআরসি। ২০১৬-১৭ অর্থবছরে বিটিআরসির আয় ছিল ৪ হাজার ৬৬ কোটি টাকা, ২০১৫-১৬তে ৪ হাজার ২০৭ কোটি, ২০১৪-১৫তে আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ২১৯ কোটি টাকা। তবে ২০১৩-১৪ অর্থবছরে থ্রি-জির নিলাম ও টু-জি লাইসেন্সের নবায়ন থেকে কমিশন বড় অঙ্কের অর্থ আয় করে, যার পরিমাণ ছিল ১০ হাজার ৮৫ কোটি টাকা।
×