ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেট দলের নতুন ফিজিও জুলিয়ান

প্রকাশিত: ১২:৪৬, ২৯ আগস্ট ২০১৯

ক্রিকেট দলের নতুন ফিজিও জুলিয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ এক এক করে সব স্থানেই কোচ নিয়োগ দিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ফিজিও নিয়োগ দিয়েছে। ইতালিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান কালেফাতোকে ফিজিও করা হয়েছে। বিশ্বকাপের পর কোচদের বিদায় করে দেয়া হয়। চুক্তি নবায়ন করা হয়নি। প্রধান কোচ স্টিভ রোডসকে বাদ দেয়া হয়। সেই সঙ্গে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল জোশী এবং ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি। শুরুতে পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকান চার্ল ল্যাঙ্গাভেল্ট ও স্পিন বোলিং কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দেয়া হয়। এরপর প্রধান কোচ দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গোকে নিয়োগ দেয় বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান রায়ান কুকের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয় বিসিবি। ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনও আগে থেকেই আছেন। বাকি ছিল শুধু ফিজিও নিয়োগ দেয়া। সেই কাজটিও করে দেয় বিসিবি। ফিজিও নিয়োগ দেয়ায় কোচের সব পদই পূরণ হয়ে গেল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফিজিও নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এক বিবৃতিতে ফিজিও সম্পর্কে বলেন, ‘জুলিয়ান জাতীয় ক্রিকেট দলের জন্য তার অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দেবেন বলে আমরা আশা করছি এবং ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবেন।’ এর আগে জুলিয়ান ইংলিশ কাউন্টি ক্লাব গ্লস্টারশায়ার, ডার্বিশায়ার ও দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাস ক্লাবে ফিজিও’র দায়িত্ব পালন করেন। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর।
×