ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এডিস মশা নির্মূলে ডিএনসিসির বিশেষ অভিযান

প্রকাশিত: ১১:১৮, ২৯ আগস্ট ২০১৯

এডিস মশা নির্মূলে ডিএনসিসির বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা ধ্বংসকরণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সংস্থাটি। বুধবার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীরা চিরুনি অভিযানের চতুর্থ দিনে ডিএনসিসির ৩৬ ওয়ার্ডে ১০ হাজার ৫৭৮ বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ২২৫ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায় তারা। লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এছাড়া ছয় হাজার ৩১৬ বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান-জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এসব স্থান ধ্বংস করা হয়। চিরুনি অভিযানে এ পর্যন্ত সর্বমোট ৪২ হাজার ৪৯৪ বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট এক হাজার ২৯ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়।
×