ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দুই শ্রমিক নিহত

প্রকাশিত: ০৯:২৫, ২৮ আগস্ট ২০১৯

গাজীপুরে দুই শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মঙ্গলবার শাহ সিমেন্টের মিকচার মেশিনবাহী গাড়ির সঙ্গে রিক্সাভ্যানের সংঘর্ষে ওয়ালটন কারখানার দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাটপাড়া এলাকার নজরুল (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পীরগাতি এলাকার জারজিদ হোসেন ওরফে রুবেল (৩৫)। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে রিক্সা-ভ্যানযোগে নজরুল ও রুবেলসহ চারজন মঙ্গলবার সকালে ওয়ালটন কারখানার উদ্দেশে যাচ্ছিলেন। পথে তারা নবীনগর-চন্দ্রা সড়কের নন্দন পার্কের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা (টাঙ্গাইলগামী) শাহ সিমেন্টের মিকচার মেশিনবাহী গাড়ির সঙ্গে রিক্সাভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে নজরুল ও রুবেল ঘটনাস্থলেই নিহত এবং দু’জন আহত হয়। মাদারীপুরে ভ্যান চালক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর সিমান্তবর্তী টেকেরহাটর ব্রিজের উত্তর পাড়ে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চরপ্রসন্নদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানের ড্রাইভার কেরামত মাতুব্বর (৬৫) রাজৈর উপজেলার টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে। আহত শ্রমিক মিলন, হাসান ও ইলিয়াস একই এলাকার। তাদের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাটে সার্ভেয়ার নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, আদিতমারী উপজেলার নামুড়ি কদমতলা চৌরাস্তা মোড় এলাকায় মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন (৬৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি পাশর্^বর্তী কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া এলাকার বাসিন্দা এবং ভূমি সার্ভেয়ার। জানা গেছে, সোহরাব বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাইপাস সড়ক হয়ে মহিষখোচার দিকে যাচ্ছিলেন। পথে চৌরাস্তা মোড় এলাকার মহাসড়কে বুড়িমারীমুখী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাবান্ধায় শ্রমিক স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় ভারতীয় এক ট্রাকের ধাক্কায় জমিরুল ইসলাম (৪৫) নামে এক লোড আনলোড শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিক তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার আজিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে জমিরুল অন্য শ্রমিকদের সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দরের লোড আনলোড পয়েন্টের একটি পাথর ভাঙ্গা সাইটে ট্রাকে পাথর উত্তোলনের কাজ করছিলেন। ট্রাকে পাথর ভর্তি হয়ে গেলে নিচে নেমে পাশে দাঁড়িয়ে তা ঠিক আছে কিনা দেখছিলেন তিনি। এ সময় ওই সাইটে একটি ভারতীয় ট্রাক হঠাৎ পেছাতে শুরু করলে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান জমিরুল। শেরপুরে ইউপি সদস্য নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, নালিতাবাড়ীতে বালু বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন নজরুল ইসলাম মিন্টু নামে এক ইউপি সদস্য। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার বিকেলে উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার কাকরকান্দি ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ছিলেন। জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে নকলা থেকে মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী ফিরছিলেন।
×