ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ দেশকে নব্য পাকিস্তান বানানোর জন্যই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটানো হয়েছিল ॥ আমু

প্রকাশিত: ১০:২৮, ২৬ আগস্ট ২০১৯

 এ দেশকে নব্য পাকিস্তান বানানোর জন্যই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটানো হয়েছিল ॥ আমু

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। এ হত্যাকান্ড শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ ছিল না। ক্যু পাল্টা ক্যু এর নামে বিভিন্ন পর্যায়ের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও নেতৃত্ব দানকারীদের ওপর আঘাত হানা হয়েছিল। রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আওয়ামী শিল্পীগোষ্ঠী আয়োজিত জাতির পিতার ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ অনেকে। অনুষ্ঠানে আওয়ামী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা শোক সঙ্গীত পরিবেশন করে।
×