ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিন বদলের গান গাইছে যারা

প্রকাশিত: ১১:৩৫, ২০ আগস্ট ২০১৯

 দিন বদলের গান গাইছে যারা

ওরা কিছু দুঃসাহসী তরুণ, অদম্য প্রাণশক্তি নিয়ে বদলে দিতে চাইছে আমাদের পরিচিত পৃথিবী। সবারই বয়স তিরিশের নিচে, এ বয়সেই নিজ নিজ ক্ষেত্রে সাফল্য ছুঁয়ে তারা এখন প্রস্তুত আরও বড় লড়াইয়ের জন্য। তাদের এই লড়াই কতটা বদলে দেবে আমাদের জীবন সে উত্তর থাকুক সময়ের হাতে, আপাতত আমরা জেনে নেই এমন কিছু তরুণের গল্প। ধারাবাহিকের নবম পর্ব, লিখেছেন- পপি দেবী থাপা রেবেকা ক্যান্টার (২৭) প্রতিষ্ঠাতা, ইমবেলুস কোন কিছু শেখা বিষয়টি রেবেকা সব সময় উপভোগ করেছেন। কিন্তু মাল্টি বিলিয়ন ডলারের আধুনিক স্কুলিং পদ্ধতিটি তার বরাবরের অপছন্দের। তাই হার্ভার্ডের লেখাপড়া ছেড়ে দিয়ে প্রতিষ্ঠা করেন শিক্ষাবিষয়ক স্টার্ট আপ ইমবেলুস। উদ্দেশ্য ছিল স্যাটের মতো পরীক্ষাগুলোতে মেধা যাচাইয়ের প্রচলিত নিয়ম বদলে সত্যিকার কার্যকর পদ্ধতি গড়ে তোলা। এখন পর্যন্ত তার এই প্রকল্পে আকৃষ্ট হয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন ২৩ মিলিয়ন ডলার। রেবেকার বিশ্বাস তিনি সফল হলে হাই স্কুলগুলোতে এমন এক পদ্ধতি চালু করা যাবে যা অনেক বেশি প্রাসঙ্গিক, বাস্তবসম্মত এবং ছাত্রদের কাছে সত্যিকার অর্থেই হবে উপভোগ্য। নিজের কথা বলতে গিয়ে রেবেকা বলেন দুই বছরের মাথায় আমি হার্ভার্ড ছেড়ে দেই। আমার মনে হয়েছিল সেখানকার ক্লাসরুমে, লেখাপড়ার একই বৃত্তে আমরা অনেক ছাত্র ঘুরপাক খাচ্ছিলাম। একাডেমিক শিক্ষাজীবনের বেশিরভাগ সময় আমি কেবল মুখস্থ করে কাটিয়েছি আর উত্তরপত্রে কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর খুঁজেছেন। এমনকি হার্ভার্ডেও সেই একই বিষয়। মুখস্থ কর এবং কেবল কিছু নম্বর প্রাপ্তির আশায় এই মুখস্থ বিদ্যা পরীক্ষার খাতায় উগড়ে দেয়া। তার ধারণা আমাদের শিক্ষাব্যবস্থা এখনও বিষয়ভিত্তিক জ্ঞান আহরণের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের কার্যকর বিষয়গুলো শেখার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে। তার সব সময় আগ্রহ ছিল এমন এক শিক্ষাব্যবস্থার প্রতি যা আমাদের বাস্তব জীবনে কাজে আসবে। কিন্তু স্কুলগুলোতেও যে প্রজেক্টনির্ভর শিক্ষাব্যবস্থা তা কখনই আমাদের বাস্তবজীবনে খুব বেশি কাজে আসে না। স্যাট যখন তার প্রচলনের নব্বই বছর পাড়ি দিচ্ছে তখনই রেবেকা এই পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তনের দাবি তোলেন। তার ভাষায় কেবল মুখস্থ বিদ্যার ভিত্তিতে কাউকে মূল্যায়ন করা হবে এটি একটি বড় ভুল। বরং মূল্যায়ন হওয়া উচিত অর্জিত জ্ঞান সে কীভাবে ব্যবহার করে তার ওপর। আর এই লক্ষ্যেই ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইমবেলুস। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য একজন মানুষ কি জানে সেটি নয় বরং সে কীভাবে, বাস্তবতায় সে কিভাবে সাড়া দেয় সেটি নির্ধারণ করা। তার বিশ্বাস বহু নির্বাচনী প্রশ্নের মুখস্থ উত্তর করার চাইতে আরও ভাল শিক্ষা পদ্ধতি আমাদের প্রচলন করতে হবে প্রযুক্তির যথাযথ ব্যবহার করে। রেবেকা আপাতত তার ইমবেলুস নিয়ে সেই কাজটিই করছেন।
×